পড়ুয়াদের মিড ডে মিলে নুন-ভাত, মুখ খুললেন শিক্ষামন্ত্রী

চুঁচুড়া: পড়ুয়াদের মিড ডে মিলের পাতে নুন-ভাত দিয়ে চূড়ান্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয় স্কুল কর্তৃপক্ষ কর্তৃপক্ষ৷ হুগলী জেলার চুঁচুড়া বালিকা বিদ্যামন্দিরে এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ পড়ুয়াদের পাতে পুষ্টিকর খাদ্য দেওয়ার পরিবর্তে নুন-ভাত দেওয়ার খবর পেয়ে স্কুলে হানা বিজেপি সাংসদের৷ পর্দা ফাঁস স্কুলের মিড ডে মিলের দুর্নীতি৷ গোটা ঘটনাটি সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ার বিজেপি সাংসদকে বিঁধে

পড়ুয়াদের মিড ডে মিলে নুন-ভাত, মুখ খুললেন শিক্ষামন্ত্রী

চুঁচুড়া: পড়ুয়াদের মিড ডে মিলের পাতে নুন-ভাত দিয়ে চূড়ান্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয় স্কুল কর্তৃপক্ষ কর্তৃপক্ষ৷ হুগলী জেলার চুঁচুড়া বালিকা বিদ্যামন্দিরে এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ পড়ুয়াদের পাতে পুষ্টিকর খাদ্য দেওয়ার পরিবর্তে নুন-ভাত দেওয়ার খবর পেয়ে স্কুলে হানা বিজেপি সাংসদের৷ পর্দা ফাঁস স্কুলের মিড ডে মিলের দুর্নীতি৷ গোটা ঘটনাটি সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ার বিজেপি সাংসদকে বিঁধে তদন্তের নির্দেশ শিক্ষামন্ত্রীর৷

পড়ুয়াদের মিড ডে মিলে নুন-ভাত, মুখ খুললেন শিক্ষামন্ত্রীসোশ্যাল মিডিয়া মারফৎ খবর পাওয়ার পর আজ সোমবার নিজের লোকসভা কেন্দ্রের ওই বিদ্যালয়ে যান রেকেট চট্টোপাধ্যায়৷ স্কুলে হানা দিয়ে তিনি দেখেন ওই স্কুলের ছাত্রীদের দুপুরের খাবারে দেওয়া হয়েছে শুধু নুন-ভাত৷ এরপরই স্কুল কর্তৃপক্ষের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন বিজেপি সাংসদ৷ দেখতে চান স্কুলের নথি৷ এদিন স্কুলের নথিপত্র দেখে বেশ কিছু দুর্নীতির সন্ধান পান তিনি৷ ২৫ হাজার টাকার ডিম ও ২৭০ বস্তা চালের খোঁজ পাওয়া যায়নি বলেও অভিযোগ জানান বিজেপি সাংসদের৷ আজ, সোমবার স্কুলের খাদ্য তালিকায় সয়াবিন দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে শুধুমাত্র নুন-ভাত৷ কিন্তু, কেন পড়ুয়াদের নুন-ভাত দেওয়া হল? জবাব দিতে পারেনি স্কুল কর্তৃপক্ষ৷ গোটা ঘটনার পিছনে তৃণমূলকে দায়ী করেছেন বিজেপি সাংসদ৷ বিজেপি সাংসদের অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল৷ উল্টে শিক্ষা সংসদকে তদন্তের দাবিও জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷

এদিন সংবাদমাধ্যমে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘এটা দুর্ভাগ্যজনক৷ কখনই মিড ডে মিলেরর মেনু বদল করা হবে না৷ আমি শিক্ষা দপ্তরকে বলব, বিষয়টি তদন্ত করে দেখতে৷ কিন্তু, এভাবে কখনই পড়ুয়াদের নুন-ভাত দেওয়া উচিত নয়৷’’ এরপরই বিজেপি সাংসদকে বিঁধে শিক্ষামন্ত্রী জানান, ‘‘টিভিতে দেখলাম পড়ুয়াদের নুন-ভাত দেওয়া হচ্ছে বলে বিজেপি নেত্রী ওই স্কুলে গিয়েছিলেন৷ বিজেপি সাংসদকে বলুন, মিড ডে মিলের টাকাটা যেন কেন্দ্র সঠিক সময়ে পাঠিয়ে দেন, তাহলে এই সমস্যা আর হয় না৷’’

পড়ুয়াদের মিড ডে মিলে নুন-ভাত, মুখ খুললেন শিক্ষামন্ত্রীএদিন বিজেপি সাংসদ বলেন, কেন্দ্রীয় সরকার মিড ডে মিলের টাকা দিচ্ছে৷ আর এখানে পড়ুয়াদের নুন-ভাত দিয়ে টাকা চুরি করছে তৃণমূল৷ এরা পড়ুয়াদের মুখের খাবারও চুরি করছে৷ এরা কতবড় পাপী, তা না হলে এমন ভাবে কেউ চুরি করতে পারে৷’’  জানান, পড়ুয়াদের পাত থেকে খাবার চুরির বিষয়টি তিনি দিল্লি তুলে ধরবেন৷ একই সঙ্গে নিজের কেন্দ্রের স্কুলগুলিতে অভিযান চালাবেন, যাতে এই ধরনের দুর্নীতি না হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 1 =