দিঘার সৈকতে জগন্নাথ মন্দির গড়বেন মুখ্যমন্ত্রী

তমলুক: এবার দিঘায় জগন্নাথ দেবের মন্দির নির্মাণের প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিঘায় আধুনিক কনভেনশন সেন্টারের উদ্বোধনে গিয়ে সৈকত লাগোয়া মন্দির-মসজিদ তৈরির প্রস্তাবও দেন মুখ্যমন্ত্রী৷ এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘গত ৮-১০ বছর আগে দিঘায় কী ছিল, আর এখন কী৷ বদলে গেছে দিঘা৷ দিঘা মায়ের প্রকৃতি খুবই ভাল৷ আগামী সাত দিনের মধ্যে মেরিন ড্রাইভ তৈরি হয়েছে৷ দিঘা

b5ac477c44d313e0f3fb2498867d2752

দিঘার সৈকতে জগন্নাথ মন্দির গড়বেন মুখ্যমন্ত্রী

তমলুক: এবার দিঘায় জগন্নাথ দেবের মন্দির নির্মাণের প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিঘায় আধুনিক কনভেনশন সেন্টারের উদ্বোধনে গিয়ে সৈকত লাগোয়া মন্দির-মসজিদ তৈরির প্রস্তাবও দেন মুখ্যমন্ত্রী৷

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘গত ৮-১০ বছর আগে দিঘায় কী ছিল, আর এখন কী৷ বদলে গেছে দিঘা৷ দিঘা মায়ের প্রকৃতি খুবই ভাল৷ আগামী সাত দিনের মধ্যে মেরিন ড্রাইভ তৈরি হয়েছে৷ দিঘা সমুদ্র থাকবে মন্দির-মসজিদ৷ পর্যটনের সঙ্গে ধর্মীয় স্থানে মেলবন্ধন তৈরি হবে৷’’ বলেন, এখানে যতই পর্যটক আসবে, তত কর্মসংস্থান হবে৷’’

এদিন বিদ্যুৎ ও জল বাঁচানোর ডাক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেন, ‘‘আগামী দিনে পানীয় জলের সংকট হবে৷ পেট্রোলের থেকেও দামি হবে জল৷ তাই জল ধরে রাখতে হবে৷ সেভ ওয়াটার সেভ লাইফ আমাদের কর্মসূচি৷ আগামী দিনে পানীয় জল ধরে রাখাটা আমাদের কর্তব্য৷ একই সঙ্গে আমাদের বিদ্যুৎ বাঁচাতে হবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *