নয়াদিল্লি: স্মার্টফোন ইউজারদের হাতের মুঠোয় যেন বন্দি গোটা দুনিয়া৷ এক ক্লিকেই মেলে যাবতীয় সুবিধা৷ তবে এবার থেকে শুধু স্মার্টফোন ইউজাররাই নন, তাৎক্ষণিক লেনদেনের সুযোগ পাবেন সাধারণ মোবাইল ফোন ব্যবহারকারীরাও৷ তাঁদের জন্য বিশেষ পরিষেবা চালু করলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শশীকান্ত দাস৷
আরও পড়ুন- বাড়তি ২.৫ লাখ প্রার্থী পাবেন চাকরির সুযোগ, RRB NTPC নিয়ে বড় সিদ্ধান্ত রেলের
ভুল থেকে শিক্ষা নিয়েই আনা হয়েছে এই নয়া প্রকল্প। সাধারণ মোবাইল ফোন থেকে টাকা পাঠানোর জন্যে ছ’বছর আগেই ইউএসএসডি নির্ভর ইউপিআই চালু করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু, প্রযুক্তিগত জটিলতা এবং চার্জেবল হওয়ায় তা গোড়াতেই ধাক্কা খায়। সেই ভুল শুধরে নিয়েই মঙ্গলবার ইন্টারনেট সংযোগহীন মোবাইল গ্রাহকদের জন্য নয়া ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) পরিষেবা চালু করলেন আরবিআই গভর্নর। এই পরিষেবার নাম দেওয়া হয়েছে ‘ইউপিআই ১২৩ পে’।
এত দিন কেবলমাত্র স্মার্টফোন ব্যবহারকারীরাই ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) অ্যাপ-এর মাধ্যমে নগদহীন লেনদেনের সুযোগ পেতেন। এ বার সেই সুযোগ পাবেন দেশের প্রায় ৪০ কোটি সাধারণ ফোন ব্যবহারকারী মানুষ। পাশাপাশি, ডিজিটাল অর্থপ্রদান পরিষেবায় গ্রাহকদের সুবিধার্থে ডিজিসাথী হেল্পলাইনও চালু করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেন, সমাজের এক শ্রেণির মানুষ ইউপিআইয়ের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন৷ তাঁদের জন্যেই নিয়ে আসা হয়েছে ‘ইউপিআই ১২৩ পে’৷ এবার থেকে তাঁরাও ডিজিটাল আর্থিক লেনদেন করতে পারবেন। দেশের আর্থিক অগ্রগতিতে সকলে সামিল হতে পারবে। এই পরিষেবা পেতে সাধারণ মোবাইল ব্যবহারকারী ব্যক্তিকে তিনটি ধাপের মধ্যে দিয়ে অগ্রসর হতে হবে। ঠিক সেই কারণেই এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘ইউপিআই ১২৩ পে’।
পরিষেবা চালু হওয়ার পর চারটি প্রযুক্তির মাধ্যমে গ্রাহকরা টাকা লেনদেন করতে পারবেন। যথাক্রমে- আইভিআর নম্বরে ফোন, ফিচার মোবাইলে থাকা অ্যাপ ব্যবহার, মিস কল পরিষেবা এবং গ্রাহক-প্রেরক কাছাকাছি থাকলে সাউন্ড নির্ভর পেমেন্ট। আবিআই-এর নয়া পরিষেবায় একজন তাঁর আত্মীয়-স্বজন বা বন্ধুবান্ধবদের কাছে শুধু টাকা পাঠানোই নয়, মোবাইল রিচার্জ, বিল পে, ফাস্ট ট্যাগ রিচার্জ, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্সও চেক করতে পারবেন।
অন্যদিকে, আরবিআই যে ‘ডিজিসাথী’ হেল্পলাইন চালু করেছে, সেই পরিষেবা নিতে গেলে www.digisathi.info নামক ওয়েবসাইটে ঢুকে গ্রাহককে তাঁর সমস্যার কথা জানাতে পারবেন। পাশাপাশি, ১৪৪৩১ এবং ১৮০০ ৮৯১ ৩৩৩৩ নম্বরে ফোন করেও সমস্যার সমাধান করা যাবে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>