নিজের পাড়ার পুজো কমিটিতে বাদ শোভন, দায়িত্ব নিলেন রত্না

কলকাতা: বিজেপিতে নাম লেখাতেই নিজের পাড়ায় পদ হারালেন শোভন চট্টোপাধ্যায়৷ এবার খাস শহর কলকাতার একাধিক পুজো কমিটি থেকে বাদ পড়লেন শোভন চট্টোপাধ্যায়৷ তবে উল্লেখযোগ্যভাবে শোভনের খোয়ানো পদে উঠে এসেছেন রত্না চট্টোপাধ্যায়ের নাম৷ এই নিয়ে ইতিমধ্যেই তুমুল বিতর্ক শুরু হয়েছে রাজনীতির ময়দানে৷ জানা গিয়েছে, শোভন চট্টোপাধ্যায়ের খাস তালুকে একাধিক পুজো কমিটি থেকে শোভনের নামের পরিবর্তে আনা

2e6f025f6814857fba141e1bda74f71d

নিজের পাড়ার পুজো কমিটিতে বাদ শোভন, দায়িত্ব নিলেন রত্না

কলকাতা: বিজেপিতে নাম লেখাতেই নিজের পাড়ায় পদ হারালেন শোভন চট্টোপাধ্যায়৷ এবার খাস শহর কলকাতার একাধিক পুজো কমিটি থেকে বাদ পড়লেন শোভন চট্টোপাধ্যায়৷ তবে উল্লেখযোগ্যভাবে শোভনের খোয়ানো পদে উঠে এসেছেন রত্না চট্টোপাধ্যায়ের নাম৷ এই নিয়ে ইতিমধ্যেই তুমুল বিতর্ক শুরু হয়েছে রাজনীতির ময়দানে৷

জানা গিয়েছে, শোভন চট্টোপাধ্যায়ের খাস তালুকে একাধিক পুজো কমিটি থেকে শোভনের নামের পরিবর্তে আনা হয়েছে রত্নাদেবীকে৷ পর্ণশ্রী বাসিন্দা প্রাক্তন মেয়র এই মুহূর্তে বিজেপিতে নাম লিখিয়েছেন৷ বিজেপিতে নাম লেখানো এক সপ্তাহের মধ্যে নিজের পাড়ার পুজো কমিটি থেকে বাদ দেওয়া ঘিরে তৈরি হয়েছে নয়া উত্তেজনা৷

জানা গিয়েছে, শুধু দুর্গাপুজো নয়, কালীপুজো-সহ একাধিক পুজো কমিটি থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে৷ শোভনবাবুর মেয়র পদকে সম্মান করেই তাঁকে ওই কমিটিতে স্থান দেয়া হয়েছিল বলেও জানিয়েছে বেশ কিছু পুজো কমিটি৷

তৃণমূল সূত্রে খবর, শোভনের নাম বাদ যাওয়া নামে অন্তর্ভুক্ত হয়েছেন শোভন-পত্নী রত্না চট্টোপাধ্যায়৷ পুজো কমিটির কর্তা জানিয়েছেন, প্রাক্তন মেয়র এখন বেহালার বাসিন্দা নন৷ তিনি অন্যত্র থাকেন৷ ফলে পাড়ায় তাঁকে পাওয়া যাচ্ছে না বলে কমিটি থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই শোভন চট্টোপাধ্যায়ের ওয়ার্ডের কাজ দেখতে রত্না চট্টোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন৷ এই মুহূর্তে তিনি প্রাক্তন মেয়রের নির্বাচনী কেন্দ্র ঘুরে বেরাচ্ছেন৷ করছেন জনসংযোগ৷ শোভনের পরিবর্তে রাতারাতি রত্না চট্টোপাধ্যায়ের উত্থান দেখে অনেকেই বিস্মিত হচ্ছেন৷ অনেকেই বলছেন, তৃণমূলের একদা কাননের জায়গা কি নেবেন রত্নাদেবী?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *