‘ডিগবাজিতে উনিই সেরা’, ভাইরাল নেত্রীর ‘ভাষণ-বচন’

কলকাতা: নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশকিছু ‘মন্তব্য’কে ঢাল করে সোশ্যাল দুনিয়ায় ভাইরাল বিতর্কিত পোস্ট৷ বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ ও ক্ষমতায় আসার পর তাঁর ‘মন্তব্য’কে তুলে ধরে তৃণমূল নেত্রীকে সোশ্যাল মিডিয়ায় করা হয়েছে তীব্র কটাক্ষ৷ হোয়াটসঅ্যাপ, ফেসবুকে বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়েছে বিতর্কিত একটি ছবি৷ ভাইরাল হওয়া ছবিতে নীলপাড়, সাদা শাড়িতে চপ্পল পরা

be9748f3db56641400a5d79a3e3f627e

‘ডিগবাজিতে উনিই সেরা’, ভাইরাল নেত্রীর ‘ভাষণ-বচন’

কলকাতা: নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশকিছু ‘মন্তব্য’কে ঢাল করে সোশ্যাল দুনিয়ায় ভাইরাল বিতর্কিত পোস্ট৷ বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ ও ক্ষমতায় আসার পর তাঁর ‘মন্তব্য’কে তুলে ধরে তৃণমূল নেত্রীকে সোশ্যাল মিডিয়ায় করা হয়েছে তীব্র কটাক্ষ৷ হোয়াটসঅ্যাপ, ফেসবুকে বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়েছে বিতর্কিত একটি ছবি৷

ভাইরাল হওয়া ছবিতে নীলপাড়, সাদা শাড়িতে চপ্পল পরা একজনকে দেখা যাচ্ছে৷ মাইক হাতে দেখা গিয়েছে একজনকে৷ হাতে আঁকা বিতর্কিত ভাইরাল হওয়া পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘‘ডিগবাজিতে উনিই সেরা৷ ২০০৯ বিরোধী নেত্রীর ভাষণ, অন্য রাজ্যের তুলনায় এই রাজ্যে পার্শ্ব শিক্ষকরা কম বেতন পান৷ বৈষম্যের জন্য সিপিএম দায়ী৷ কয়েক মাস কষ্ট করুন৷ ক্ষমতায় এলে দেখবো৷ কোনও প্ররোচনায় পা না দিয়ে আন্দোলন চালিয়ে যান৷ তৃণমূল ক্ষমতায় এলে আপনাদের দাবি মেটাবে৷ পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবি যথার্থ৷’’

এরপরই আরও খানিকটা লেখা ওই ছবিতে উল্লেখ করা হয়েছে৷ ভাইরাল হওয়া পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘‘২০১১ থেকে ২০১৯ ক্ষমতার বচন: কেন্দ্র টাকা দেয় না৷ যখন-তখন ধর্না আন্দোলন করা যাবে না৷ প্যারা টিচাররা সিপিএমের ক্যাডার৷ শিক্ষকদের সম্মান করি বলে মাইনে চার হাজার থেকে ১০ হাজার টাকা করে দিয়েছি৷ শুধু দাও দাও৷ টাকা কোথায় পাব৷ চাপ দিয়ে দাবি আদায় করা যাবে না৷ কালো ব্যাজ পরে ক্লাস নিলে বাচ্চারা কী শিখবে? কেন্দ্রকে বলুন একটা রিজার্ভ ব্যাংক খুলে দিতে৷ মাইনে বাড়ানো সম্ভব নয়৷’’

‘ডিগবাজিতে উনিই সেরা’, ভাইরাল নেত্রীর ‘ভাষণ-বচন’
ভাইরাল হওয়া পোস্ট৷ আজ বিকেল ডট কম সত্যতা যাচাই করেনি৷ সৌজন্য: সোশ্যাল মিডিয়া৷

এর পরও তীব্র আক্রমণ করা হয় ওই পোস্টে৷ উল্লেখ করা হয়, ‘‘ঘেউ ঘেউ: বলেছিলাম আপনার মাইনে দশগুণ করে একলাফে এক লাখ সতের হাজার এক কি করে সম্ভব হল?’’ যদিও, মুখ্যমন্ত্রী নিজে আগেও দাবি করেছে, তিনি সরকারের থেকে একটি টাকাও বেতন নেন না৷ বই লিখে রয়্যালটি ও গানের সুর দিয়ে যা টাকা পান, তা দিয়েই মুখ্যমন্ত্রীর চলে যায়৷

গোটা সোশ্যাল মিডিয়াজুড়ে এই ছবি ভাইরাল হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ কোথা থেকে এই পোস্টটি প্রথম প্রকাশিত হয়েছে তা অবশ্য জানা না গেলেও পোস্টটি ঘিরে যথেষ্ট বিভ্রান্তি ছড়িয়েছে৷ তৈরি করেছে বিতর্ক৷ যদিও এই বিতর্কিত পোস্টের উল্লেখিত মন্তব্য আজ বিকেল ডট কম সত্যতা যাচাই করেনি৷ ভাইরাল হওয়া পোস্টের ভিত্তিতেই খবরটি প্রকাশ করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *