আসল লড়াই ২৪-এ! ‘সাহেব’কে মনে করিয়ে দিলেন ‘পিকে’

আসল লড়াই ২৪-এ! ‘সাহেব’কে মনে করিয়ে দিলেন ‘পিকে’

নয়াদিল্লি: পাঁচ রাজ্যের নির্বাচনে ৪-০ জিতেছে বিজেপি। পঞ্জাব ছাড়া বাকি সব রাজ্যে দাপট দেখিয়েছে গেরুয়া বাহিনী। কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। এই বিপুল জয়ের পর আত্মবিশ্বাস আরও বেড়ে গিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্বের। আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচনের দামামা যেন এখন থেকেই বেজে গিয়েছে এই ভোটের পর। প্রবলভাবে গেরুয়া শিবির মনে করছে যে, পরের লোকসভায় আবার মোদীর জয়জয়কার পাকা। কিন্তু ‘আসল’ লড়াই যে তখন হবে, এটা মোদী বাহিনীকে মনে করালেন রাজনীতির ‘পিকে’ প্রশান্ত কিশোর।

আরও পড়ুন- যুদ্ধ পরিস্থিতি নিয়ে মুখ খুললেন নরেন্দ্র মোদী, কী বার্তা দিলেন তিনি?

বিজেপির বিপুল জয়ের পর এদিনই নরেন্দ্র মোদীকে কার্যত খোঁচা দিয়ে টুইট করেন প্রশান্ত কিশোর। তিনি লেখেন, ”ভারতের লড়াই হবে ২০২৪ সালে এবং সেটা কোনও রাজ্যের ভোট নয়। সাহেব এটা খুব ভাল করেই জানেন তাই চালাকি করে বিরোধীদের ওপর প্রধান্য বিস্তারের চেষ্টা করছেন এই ভোটের ফল নিয়ে মাতামাতি করে। এই মিথ্যা চালাকির ফাঁদে কেউ পড়বেন না।” নাম না নিলেও প্রশান্ত কাকে ‘সাহেব’ বলে সম্বোধন করেছেন তা অবশ্যই সকলে বুঝতে পেরেছে। তাই বলার অপেক্ষা রাখে না যে, বিজেপির এই জয়কে একদমই গুরত্ব দিচ্ছেন না কিশোর। পাশাপাশি এও বোঝাতে চাইছেন যে, ২০২৪ লোকসভা নির্বাচনে এই চার রাজ্যের জয় কোনও জায়গা পাবে না। সেই ভোটে এর কোনও প্রভাব পড়বে না।

গতকাল এই ভোটের ফল প্রকাশ নিয়ে মন্তব্য করতে গিয়ে নরেন্দ্র মোদী বলেছিলেন, চার দিক থেকে বিজেপি সমর্থন পেয়েছে। বিজেপির প্রতি মানুষের অপার বিশ্বাসের জয় হয়েছে। ২০১৯ সালে দ্বিতীয়বার লোকসভা নির্বাচনে জয়ের পর অনেক বিশেষজ্ঞ বলেছিলেন, এই জয়ে আর কী আছে? ২০২২ সালে উত্তরপ্রদেশের ফল ঠিক করে দিল ২০২৪ সালে ফের কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার কিছু আগে বিজেপি সদর দফতরে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নীতিন গড়কড়ি৷ দীনদয়াল উপাধ্যায় মার্গের বিজেপি দফতরে উপচে পড়েছে সমর্থকরদের ভিড়৷

আসল লড়াই ২৪-এ! ‘সাহেব’কে মনে করিয়ে দিলেন ‘পিকে’আসল লড়াই ২৪-এ! ‘সাহেব’কে মনে করিয়ে দিলেন ‘পিকে’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − four =