বিজেপির আসন সংখ্যা কমানো যায় দেখিয়ে দিয়েছি! চরম আত্মবিশ্বাসী অখিলেশ

বিজেপির আসন সংখ্যা কমানো যায় দেখিয়ে দিয়েছি! চরম আত্মবিশ্বাসী অখিলেশ

লখনউ: উত্তরপ্রদেশে ইতিহাস সৃষ্টি করেছে বিজেপি। পাঁচ বছর পর বিধানসভায় সরকারের বদল না ঘটে হয়েছে প্রত্যাবর্তন। দ্বিতীয়বারের জন্য আবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন যোগী আদিত্যনাথ। এটাই এক ধরণের রেকর্ড। এই সবের মাঝেই ভরাডুবি হয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির। নিজে লড়াই করে জিতলেও দলকে জেতাতে পারেননি তিনি। কিন্তু এতেও তাঁর আত্মবিশ্বাসে ঘাটতি পড়ছে না। বরং তিনি এই হারেও ‘নৈতিক’ জয় দেখছেন। যে ব্যাপারে নিজেই ব্যাখ্যা দিয়েছেন অখিলেশ।

আরও পড়ুন- পঞ্জাবে আপে’র ‘মান’ রাখল মান, কে এই ভগবন্ত?

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে বার্তা দিয়েছেন সমাজবাদী পার্টি সুপ্রিমো। তিনি দলের কর্মী এবং সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেছেন যে, সমাজবাদী পার্টি দেখিয়ে দিয়েছে যে বিজেপিরও ভোট এবং আসন সংখ্যা কমানো সম্ভব। গত বিধানসভা নির্বাচন থেকে এইবার সমাজবাদী পার্টির আসন সংখ্যা প্রায় আড়াই শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ভোটের হারও দেড় শতাংশ বৃদ্ধি পেয়েছে। এমনই দাবি অখিলেশের। তিনি বিজেপিকে আরও কটাক্ষ করে বলেন, মানুষ তাদের মিথ্যাচার ধরে ফেলেছে এবং অর্ধেকের বেশি মিথ্যাচার সাফ হয়ে গিয়েছে। তাই মানুষের জন্য এই লড়াই তাদের জারি থাকবে। আসলে গতবারের ভোটের তুলনায় এবারে বিজেপির ৪৯ টি আসন কমেছে। ২০১৭ সালে বিজেপি পেয়েছিল ৩২২ টি আসন। এবার পেয়েছে ২৭৩ টি। অন্যদিকে, ২০১৭ সালের তুলনায় ৭৩ টি আসন বৃদ্ধি হয়েছে সমাজবাদী পার্টির।

যদিও পাঁচ রাজ্যের নির্বাচনে চারটিতে জিতেই ২০২৪ লোকসভা নিয়ে ইতিমধ্যেই বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি এবং তাঁর দল মনে করছে যে আগামী লোকসভায় বিজেপি জয় পাকা করে দিয়েছে উত্তরপ্রদেশের এই জয়। গতকাল দলীয় কর্মী এবং সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে মোদী জানান, যে চার রাজ্যে বিজেপি জয়ী হয়েছে, সেগুলি দেশের চার প্রান্তে অবস্থিত৷ চার রাজ্যের চাহিদাও পৃথক৷ নমোর কথায়, এই চার রাজ্যকে একসূত্রে বেঁধেছে বিজেপির উপর অগাধ বিশ্বাস৷ আগামী লোকসভায় তাদের জয় প্রায় নিশ্চিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 19 =