দু’টি গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন শোভন, বাড়ছে দলের অন্দরে ক্ষোভ

কলকাতা: বিজেপিতে যোগ দেওয়ার সপ্তাহখানেকের মধ্যেই দলের গুরুত্বপূর্ণ পদ পেতে চলেছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ বিজেপি সূত্রে খবর, শাসকদলের খাসতালুক হিসেবে পরিচিত দক্ষিণ ২৪ পরগনা ও দক্ষিণ কলকাতার বিশেষ পর্যবেক্ষক হিসেবে গুরুদায়িত্ব শোভন চট্টোপাধ্যায়ের ঘাড়ে চাপাতে চলেছে রাজ্য নেতৃত্ব৷ কিন্তু তৃণমূল থেকে সদ্য বিজেপিতে আসা শোভনের উপর কেন এত বড় দায়িত্ব দেওয়া হচ্ছে? দলের

দু’টি গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন শোভন, বাড়ছে দলের অন্দরে ক্ষোভ

কলকাতা: বিজেপিতে যোগ দেওয়ার সপ্তাহখানেকের মধ্যেই দলের গুরুত্বপূর্ণ পদ পেতে চলেছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷

বিজেপি সূত্রে খবর, শাসকদলের খাসতালুক হিসেবে পরিচিত দক্ষিণ ২৪ পরগনা ও দক্ষিণ কলকাতার বিশেষ পর্যবেক্ষক হিসেবে গুরুদায়িত্ব শোভন চট্টোপাধ্যায়ের ঘাড়ে চাপাতে চলেছে রাজ্য নেতৃত্ব৷ কিন্তু তৃণমূল থেকে সদ্য বিজেপিতে আসা শোভনের উপর কেন এত বড় দায়িত্ব দেওয়া হচ্ছে? দলের অন্দরে শুরু হয়েছে তুমুল দ্বন্দ্ব৷

শোভনের উপর গুরুদায়িত্ব চাপানো হলেও বৈশাখীকে কোন পদে কাজে লাগানো হবে তা নিয়ে অবশ্য দোলাচলে রয়েছে গেরুয়া শিবির৷ তৃণমূল থাকাকালীন দক্ষিণ কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার রাজনীতি হাতের তালুর মতো চিনতেন শোভন চট্টোপাধ্যায়৷ নিজের হাতেই সংগঠন বাড়িয়েছেন৷ বিধায়ক, সাংসদদের পরিচালনা করেছেন শোভনবাবু৷ কিন্তু এবার দলবদলের পর ফের পুরানো পথেই তাঁকে ফেরানো হচ্ছে বলেও সূত্রে খবর৷

আগামী বছরেই কলকাতা-সহ বাংলার একাধিক পুরসভায় নির্বাচন রয়েছে৷ পুরসভা ভোটের ২০২১ সালে রয়েছে বিধানসভা নির্বাচন৷ ফলে, আসন্ন দু’নির্বাচনের কথা মাথায় রেখে সংগঠন ঢেলে সাজাতে মরিয়া বিজেপি৷ আর সেই কারণেই নারদ-কেলেঙ্কারির অভিযোগ ওঠা সত্ত্বেও কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে এবার চালকের আসনে চলেছেন অমিত শাহারা৷ প্রাক্তন কলকাতার মেয়র কীভাবে কাজে লাগানো হবে, সেই নিয়ে প্রকাশ্যে বঙ্গ নেতৃত্ব মুখ খুলতে না চাইলেও জানা গিয়েছে, শোভনের জন্য খুব শীঘ্রই বড় সুখবর অপেক্ষা করছে গেরুয়া শিবিরের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 4 =