চার রাজ্যে গেরুয়া ‘ম্যাজিক’, গুজরাটে নজর ঘোরালেন মোদী

চার রাজ্যে গেরুয়া ‘ম্যাজিক’, গুজরাটে নজর ঘোরালেন মোদী

নয়াদিল্লি: বাংলার বিধানসভা নির্বাচন হারের পর তাঁর ‘ম্যাজিক’ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। বিজেপির নেতৃত্বের কি খামতি দেখা গিয়েছে, এই নিয়ে আলোচনা শুরু হয়েছিল। বাংলার পরপর নির্বাচনে ভালো ফল করতে পারছে না বিজেপি তাই গেরুয়া বাহিনী হতাশ ছিল। কিন্তু গতকাল পাঁচ রাজ্যের ভোটের যে ফলাফল প্রকাশিত হয়েছে তাতে মারাত্মকভাবে অক্সিজেন পেয়েছে মোদী বাহিনী। আবার যেন ফিরে এসেছে তাঁর ম্যাজিক। তাই এবার গুজরাটের দিকে নজর ঘোরালেন তিনি।

আরও পড়ুন- যুদ্ধ পরিস্থিতি নিয়ে মুখ খুললেন নরেন্দ্র মোদী, কী বার্তা দিলেন তিনি?

আমদাবাদে রোড শো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আদতে সেখানের মানুষকে বোঝাতে চাইছেন যে, এখন বিজেপিই আছে, বিজেপিই থাকবে। বাংলার ভোটের সময় যে রকম তাড়াহুড়ো করতে দেখা গিয়েছিল বিজেপিকে, এবার সেই রকম কিছু করতে চাইছে না বিজেপি শীর্ষ নেতৃত্ব। মেপে পদক্ষেপ করতে চাইছে তারা। সেই কারণেই ধীরে ধীরে ‘গড়’ আরও মজবুত করার কাজ এখন থেকেই শুরু করে দিচ্ছেন নরেন্দ্র মোদী। বিজেপি নেতৃত্ব এবং কর্মী-সমর্থকদের বুঝিয়ে দিতে চাইছেন যে, আসল লক্ষ্য ২০২৪ লোকসভা। পাঁচ রাজ্যের ফলাফল আপাতত ভুলে গিয়ে আসল লক্ষ্যের দিকেই এগোতে হবে। কিন্তু আমেদাবাদের মোদীর রোড শো’তে যে ভিড় দেখা গিয়েছে তাতে স্পষ্ট যে তারা বিজেপির সঙ্গেই আছে এবং থাকছে।

যদিও বিজেপির বিপুল জয়ের পর এদিনই নরেন্দ্র মোদীকে কার্যত খোঁচা দিয়ে টুইট করেন প্রশান্ত কিশোর। তিনি লেখেন, ”ভারতের লড়াই হবে ২০২৪ সালে এবং সেটা কোনও রাজ্যের ভোট নয়। সাহেব এটা খুব ভাল করেই জানেন তাই চালাকি করে বিরোধীদের ওপর প্রধান্য বিস্তারের চেষ্টা করছেন এই ভোটের ফল নিয়ে মাতামাতি করে। এই মিথ্যা চালাকির ফাঁদে কেউ পড়বেন না।” নাম না নিলেও প্রশান্ত কাকে ‘সাহেব’ বলে সম্বোধন করেছেন তা অবশ্যই সকলে বুঝতে পেরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =