ভারতের মিসাইল ‘ভুলবশত’ পাকিস্তানে! তদন্ত শুরু কেন্দ্রের

ভারতের মিসাইল ‘ভুলবশত’ পাকিস্তানে! তদন্ত শুরু কেন্দ্রের

e3f9d384c10a27cdb54f0df9d57447c3

নয়াদিল্লি: না কোনও হামলা নয়, নতুন কোনও যুদ্ধ নয়। কিন্তু আচমকা ভারতের মিসাইল গিয়ে পড়ল পাকিস্তানে! তাহলে কি নতুন কোনও বিবাদ শুরু হল? আসলে একদমই এই রকম কোনও ব্যাপার নয়। পুরো ব্যাপারটাই হয়েছে ‘ভুল করে!’ অন্তত এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় সরকার। ‘ভুলবশত’ পাকিস্তানের এক শহরে ভারতের এই মিসাইল গিয়ে পড়েছে। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন- শূকরের হৃদপিণ্ড প্রতিস্থাপন হয়েছিল, ২ মাস পর মৃত্যু ব্যক্তির

পাকিস্তানের সেনাবাহিনীর তরফে দাবি করা হয়েছে, খানেওয়াল জেলার মিয়াঁ চান্নু এলাকায় এই ‘বস্তু’টি আছড়ে পড়ে এবং সেই কারণে সেখানকার কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ইস্যুতে সঙ্গে সঙ্গে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে ইসলামাবাদ। তবে এও স্পষ্ট করা হয়েছে যে, ক্ষেপণাস্ত্রটিতে কোনও ধরনের বিস্ফোরক ছিল না। তাহলে বিষয়টি কী? এক বিবৃতিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, নিয়মমাফিক রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন ভুলবশত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হয়ে যায়। প্রযুক্তিগত গোলযোগের জন্যই ওই ঘটনা ঘটেছিল বলে দাবি করা হয়েছে। গত ৯ মার্চ এই ঘটনা ঘটেছিল। এই ‘ভুলের’ জন্য উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে ভারত। ভুলের জন্য দুঃখপ্রকাশও করা হয়েছে।

ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কেমন সেটা আলাদা করে ব্যাখ্যা করতে হয় না। সম্প্রতি জম্মু-কাশ্মীর ইস্যু থেকে শুরু করে লাদাখ ইস্যু নিয়েও ফের ভারতের সঙ্গে নিজেদের সম্পর্ক খারাপ করেছে পাকিস্তান। এই আবহে এই রকম ‘ভুল’ যে পরিস্থিতি আরও জটিল করে দিতে পারে তাতে কোনও সন্দেহ নেই। তবে সৌভাগ্যের ব্যাপার এই যে, এই ঘটনায় কোনও প্রাণহানি হয়নি। তা যদি হত তাহলে অবশ্যই দুই দেশের মধ্যে জটিলতা আরও বৃদ্ধি পেত। প্রাণহানি না হওয়ায় দুই দেশই নিশ্চিন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *