পদ্মের ছোঁয়া রুখতে বদল গেল দুর্গা পুজোর থিম

কলকাতা: পুজোয় যেতে বিজেপির নামগন্ধ না থাকে, সেই জন্য বদলে গেল সংঘশ্রীর পুজোর থিমি! মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ার এই পুজোর উদ্বোধন করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দিয়ে৷ কিন্তু কোনোক্রমে পুজো রাশ হাত থেকে পিছলে গিয়েছে বঙ্গ বিজেপির৷ পুজো কমিটির দখলে রেখেছে তৃণমূল! মুখ্যমন্ত্রীর ভাইয়ের পুজো বলে পরিচিত এই পুজো ঘিরে কম বিতর্ক তৈরি হয়নি৷

পদ্মের ছোঁয়া রুখতে বদল গেল দুর্গা পুজোর থিম

কলকাতা: পুজোয় যেতে বিজেপির নামগন্ধ না থাকে, সেই জন্য বদলে গেল সংঘশ্রীর পুজোর থিমি! মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ার এই পুজোর উদ্বোধন করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দিয়ে৷ কিন্তু কোনোক্রমে পুজো রাশ হাত থেকে পিছলে গিয়েছে বঙ্গ বিজেপির৷ পুজো কমিটির দখলে রেখেছে তৃণমূল! মুখ্যমন্ত্রীর ভাইয়ের পুজো বলে পরিচিত এই পুজো ঘিরে কম বিতর্ক তৈরি হয়নি৷

এই পুজোর সঙ্গে বঙ্গ বিজেপির নেতাদের ঘনিষ্ঠতা বাড়তেই পরে রাশ নিজেদের দখলে নেয় ঘাসফুল শিবির৷ সূত্রের খবর, আর তার পরই বদলে গিয়েছে পুজোর থিম৷ জানা গিয়েছে, আগে ঠিক হয়েছিল, পদ্মের ওপর দিয়ে দেবীর মূর্তি উঠে আসছে, এটাই ছিল কালীঘাটের ৭৩ তম বছরের ঐতিহ্যবাহী এই পুজোর থিম৷ থিম তৈরি করবেন শিল্পী প্রদীপ্ত কর্মকার৷ সেই মতো মৃৎশিল্পী পরিমল পালকে দিয়ে ঠাকুর ডিজাইন করা হয়৷

অভিযোগ, কয়েকদিন আগেই আচমকা ক্লাব কর্তারা প্রদীপ্তকে থিম বদল করতে বলেন৷ মোদ্দাকথা, পদ্ম ফুলের উপর মা দুর্গাকে বসানো যাবে না৷ আর এই নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক৷ এই পুজোর নিয়ে এর আগেও একাধিক বিতর্ক উঠেছে৷ অভিযোগ, নতুন থিম করতে গিয়ে বাজেট অনেকটা কমিয়ে ফেলা হয়েছে৷ বিজেপি সান্নিধ্য থাকা আয়োজকরা বাজেট স্থির করেছিলেন ৫০ লক্ষ টাকা৷ কিন্তু এবার এক-পঞ্চমাংশ বাজেটে পুজো করতে উদ্যোগী হয়েছে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =