নারদকাণ্ডে নয়া মোড়, তৃণমূল সাংসদকে দিল্লিতে তলব সিবিআইয়ের

নয়াদিল্লি: নারদকাণ্ডে চাঞ্চল্যকর মোড়৷ এবার নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলের সঙ্গে মুখোমুখি জেলায় বসতে তলব করা হয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদকে৷ সিবিআইয়ের দিল্লির দপ্তরে আগামী বুধবার ডেকে পাঠানো হয়েছে বলে খবর৷ ইতিমধ্যেই তৃণমূল সাংসদ কেডি সিংকে তলব করেছে সিবিআই৷ সূত্রের খবর, নারদ কর্তার সঙ্গে মুখোমুখি বসিয়ে কেডি সিংকে জেরা করা হতে পারে৷ কেননা, এর আগেই নারদ কর্তা

নারদকাণ্ডে নয়া মোড়, তৃণমূল সাংসদকে দিল্লিতে তলব সিবিআইয়ের

নয়াদিল্লি: নারদকাণ্ডে চাঞ্চল্যকর মোড়৷ এবার নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলের সঙ্গে মুখোমুখি জেলায় বসতে তলব করা হয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদকে৷ সিবিআইয়ের দিল্লির দপ্তরে আগামী বুধবার ডেকে পাঠানো হয়েছে বলে খবর৷

ইতিমধ্যেই তৃণমূল সাংসদ কেডি সিংকে তলব করেছে সিবিআই৷ সূত্রের খবর, নারদ কর্তার সঙ্গে মুখোমুখি বসিয়ে কেডি সিংকে জেরা করা হতে পারে৷ কেননা, এর আগেই নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল একাধিক জেরায় দাবি করেছেন, নারদ অভিযান করতে গিয়ে কেডি সিংয়ের সংস্থার থেকে তিনি অর্থসাহায্য পেয়েছিলেন৷ কিন্তু কেন তাঁকে অর্থ সাহায্য করা হয়েছিল? কত টাকার বিনিময়ে তাঁদের মধ্যে আর্থিক লেনদেন হয়েছিল? তা নিয়েও জেরা করতে চান তদন্তকারীরা৷ মনে করা হচ্ছে দু’জনের বয়ান খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নিতে পারে সিবিআই৷

নারদকাণ্ড প্রকাশ হওয়ার পর সিবিআই তৎপরতা শুরু হলেও মাঝে থেমেছিল তদন্ত৷ এবার লোকসভা ভোট মিটতেই নারদ-তদন্ত মাথাচাড়া দিয়ে উঠতেই চাপ বাড়ছে তৃণমূলের অন্দরে, মত পর্যবেক্ষক মহলের একাংশের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 15 =