কলকাতা: লোকসভা নির্বাচনে লড়াইয়ের স্বীকৃতি৷ নির্বাচনে পরাজয়ের পরও রাজ্য নেতৃত্বের গুরুত্বপূর্ণ পদে নিয়ে আনা হল দুই বিজেপি নেত্রীকে৷ রাজ্যে বিজেপির সহ-সভাপতি হলেন প্রাক্তন আইপিএস অফিসার তথা মমতাকে ‘মা’ বলা ভারতী ঘোষ ও প্রাক্তন সিপিএম বিধায়ক মাফুজা খাতুন৷
লোকসভা নির্বাচনে হারের মুখোমুখি হলেও একদা বিরোধী শিবিরে ঘনিষ্ঠ এই দু’নেত্রীর উপর দলের দায়িত্ব তাঁদের হাতেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত বঙ্গ বিজেপি নেতৃত্বের৷ আজ রাজ্য বিজেপির সাংসগঠিক বৈঠক থেকে সহ-সভাপতি পদে ভারতী ঘোষ ও মাফুজা খাতুনকে নির্বাচিত করা হয়েছে৷
তবে কেন ভারতী ঘোষকে কেন আনা হল এই গুরুত্বপূর্ণ পদে? এই নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা৷ একদা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত থাকা ভারতী ঘোষকে বিজেপির দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের কার্যত ময়দান খুলে দিতে চলেছে বঙ্গ বিজেপি শিবির৷ নির্বাচনে হারের পরও রাজনৈতিক ময়দানে যে তিনি হারার পাত্রী নন, তা আগেই বুঝিয়ে দিয়েছিলেন ভারতী ঘোষ৷ এবার বাড়তি দায়িত্ব নিয়ে রাজনৈতিক যুদ্ধে নামতে চলেছেন ভারতী৷
প্রাক্তন সিপিএম বিধায়ক মাফুজা খাতুনকে কেন নির্বাচনিত করা হল? রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে, একদিকে সিপিএমের অবশিষ্ট দুর্গে ভাঙন ধরাতে মফিজা খাতুনকে ব্যবহার করতে পারে বিজেপি৷ এছাড়াও সংখ্যালঘু ভোটব্যাংকে দলের প্রভাব বাড়াতে এই পদক্ষেপ বলেও অনেকেই মনে করছেন৷ তবে দু’জনেই এক একদা বিরোধী শিবিরের লোক হিসেবে পরিচিত থাকা দু’নেত্রীকে গুরুত্বপূর্ণ পদ দেওয়াকে কেন্দ্র করে দলের অন্দরে শুরু হয়েছে নানান জল্পনা৷