থানায় ঢুকে পুলিশ পিটিয়ে ১৬ দিনেই মুক্তি, প্রশ্নের মুখে তদন্ত

কলকাতা: থানায় ঢুকে পুলিশ পেটানোর ঘটনায় সমস্ত অভিযুক্তকে জামিন দিল আলিপুর আদালত৷ পুলিশ নিগ্রহের ১৬ দিন পর অভিযুক্তদের জামিনে মুক্তি দিয়েছে আদালত৷ তদন্তের অগ্রগতি না হওয়ায় অভিযুক্তদের শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে৷ সরকারি আইনজীবীর তরফে জামিনের বিরোধিতা করা হলেও আদালতে খুব একটা যুক্তি খাড়া করতে পারেননি তাঁরা৷ অভিযুক্ত পক্ষের আইনজীবীদের তরফে জানানো হয়, এই ঘটনায় ১৬

থানায় ঢুকে পুলিশ পিটিয়ে ১৬ দিনেই মুক্তি, প্রশ্নের মুখে তদন্ত

কলকাতা: থানায় ঢুকে পুলিশ পেটানোর ঘটনায় সমস্ত অভিযুক্তকে জামিন দিল আলিপুর আদালত৷ পুলিশ নিগ্রহের ১৬ দিন পর অভিযুক্তদের জামিনে মুক্তি দিয়েছে আদালত৷ তদন্তের অগ্রগতি না হওয়ায় অভিযুক্তদের শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে৷

সরকারি আইনজীবীর তরফে জামিনের বিরোধিতা করা হলেও আদালতে খুব একটা যুক্তি খাড়া করতে পারেননি তাঁরা৷ অভিযুক্ত পক্ষের আইনজীবীদের তরফে জানানো হয়, এই ঘটনায় ১৬ দিন পর পুলিশের তদন্তের কোনও অগ্রগতি হয়নি৷ এমনকী নতুন করে কোনও গ্রেপ্তারের খবর নেই৷ ফলে এই মামলায় অভিযুক্তদের জামিন দেওয়া প্রয়োজন৷

আজ সব পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত অভিযুক্তদের জামিনের আর্জি মঞ্জুর করে৷ থানায় ঢুকে পুলিশ পেটানোর ঘটনায় সাত জনকে গ্রেপ্তার করা হয়৷ এর মধ্যে আগেই দু’জনকে থানা থেকেই জামিন দেওয়া হয়৷ বাকিদের আজ জামিনে মুক্তি দেওয়া হল৷ মূল অভিযুক্ত পুতুল নস্করকেও মুক্তি দেওয়া হয়েছে বলে খবর৷

গত ১১ আগস্ট রাতে গ্রেপ্তারির প্রতিবাদে খোদ থানার মধ্যে ঢুকে তাণ্ডব চালায় ধৃতের পরিবারের৷ খাস কলকাতার অভিজাত টালিগঞ্জ থানায় এই ঘটনায় রাজ্যজুড়ে ছড়িয়ে পড়ে বিতর্ক৷ অভিযোগ, গ্রেপ্তারির প্রতিবাদে খোদ থানার ঢুকে পুলিশকে ধাক্কা দেওয়া হয়৷ করা হয় মারধর৷ চালানো হয় তাণ্ডব৷ অভিযোগ ওঠে তৃণমূল প্রভাবিত ধৃত বাইক চালকের পরিবারের বিরুদ্ধে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *