কলকাতা: ফের প্রতারণার শিকার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)৷ নীরব মোদীর দেওয়া ১৪ হাজার কোটি টাকার ক্ষত সেরে ওঠার আগেই ফের আর্থিক তছরুপের শিকার এই রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-কে পিএনবি’র তরফে জানানো হয়েছে, তাদের ব্যাঙ্ক থেকে একটি সংস্থা বুল অঙ্কের ঋণ নিয়েছিল৷ তাদের সেই ঋণের দৌলতেই ফের প্রতারণার শিকার হতে হয়েছে তাদের৷ এবার ধাক্কা দু’হাজার কোটি টাকার৷
আরও পড়ুন- দৈনিক সংক্রমণ বাড়ল দেশে, ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাপ্রদান শুরু
রাজধানী দিল্লিতে পিএনবি-র সবচেয়ে বড় শাখার কর্পোরেট দফতরে এই প্রতারণার ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, ঋণ গ্রহীতা ওই সংস্থার নাম আইএল অ্যান্ড এফএস তামিলনাড়ু পাওয়ার। পিএনবি-র থেকে মোটা অঙ্কের ঋণ নিয়েছিল তারা। কিন্তু ওই সংস্থাটি ২ হাজার ৬০ কোটি ১৪ লক্ষ টাকার প্রতারণা করেছে বলে আরবিআইকে জানিয়েছে পিএনবি৷
এর আগে ভারতীয় হিরে ব্যবসায়ী নীরব মোদীকে বিরাচ বড় অঙ্কের অর্থ ঋণ দিয়েছিল পিএনবি। পরে জানা যায়, নীরব ভুয়ো গ্যারেন্টার ব্যবহার করে পিএনবি’র কাছ থেকে ওই ঋণ আদায় করেছিল। ২০১৮ সালে যখন প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসে, ততক্ষণে ঋণের অঙ্ক বেড়ে ১৪ হাজার কোটিতে পৌঁছে গিয়েছে। সেউ ঘটনার চার বছরের মাথায় ফের বড় অঙ্কের প্রতারণার শিকার পিএনবি৷ এদিকে, পিএনবি-র এই আর্থিক প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আনার দিন কয়েক আগেই গত ১৫ ফেব্রুয়ারি তামিলনাড়ুর এই সংস্থাটিকে ‘ব্যাড অ্যাসেট’ বলে ঘোষণা করেছিল পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>