বিধানসভায় পার্থ-দিলীপ বৈঠক, তুঙ্গে জল্পনা

কলকাতা: বিধানসভায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন রাজ্য বিপেজি সভাপতি দিলীপ ঘোষ৷ সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক ঘিরে বিধানসভার অন্দরে শুরু হয় তুমুল চর্চা৷ কিন্তু, কী নিয়ে এই বৈঠক? বিধানসভার অন্দরে তৈরি হওয়া জল্পনায় জল ঢেলে দিলীপ ঘোষ ও পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দেন, সৌজন্য সাক্ষাৎ৷ জানা গিয়েছে, এদিন বিজেপির ছ’য় বিধায়ককে নিয়ে শিক্ষামন্ত্রীর

বিধানসভায় পার্থ-দিলীপ বৈঠক, তুঙ্গে জল্পনা

কলকাতা: বিধানসভায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন রাজ্য বিপেজি সভাপতি দিলীপ ঘোষ৷ সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক ঘিরে বিধানসভার অন্দরে শুরু হয় তুমুল চর্চা৷ কিন্তু, কী নিয়ে এই বৈঠক?

বিধানসভার অন্দরে তৈরি হওয়া জল্পনায় জল ঢেলে দিলীপ ঘোষ ও পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দেন, সৌজন্য সাক্ষাৎ৷ জানা গিয়েছে, এদিন বিজেপির ছ’য় বিধায়ককে নিয়ে শিক্ষামন্ত্রীর চেম্বারে যান দিলীপ ঘোষ৷ সেখানে, ছ’য় বিধায়কের এক সঙ্গে বসার ব্যবস্থা করার বিষয়ে দাবি জানান দিলীপ৷ বিজেপির ছ’য় বিধায়ক কোথায় বসবেন, জানতে চান তিনি৷ তাঁদের এক সঙ্গে বসার ব্যবস্থা করে দেওয়ার আবেদন করেন বিজেপি সভাপতি৷ দিলীপ আর্জি শুনে আশ্বাস দেন পার্থবাবু৷ আগামী অধিবেশনের আগে তাঁদের বসার ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন পার্থ চট্টোপাধ্যায়৷

লোকসভা নির্বাচনে রকেট উত্থান৷ বেড়েছে সাংসদ সদস্য৷ দলবদল ও উপ নির্বাচনের সৌজন্যে একধাক্কায় ১৫ বিধায়ক নিয়ে বিধানসভায় বেশ সতেজ গেরুয়া শিবির৷ দলের বিধায়ক সংখ্যা বাড়তেই ইতিমধ্যেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে বিজেপি বিধায়কদের বসার জন্য পৃথক ঘরের দাবি জানিয়েছে গেরুয়া শিবির৷

সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো বিধায়ক মনিরুল ইসলামকে বাদ দিয়েই এবার ১৪ জন বিজেপি বিধায়ক চলতি অধিবেশন তৃণমূল সরকারের বিরোধিতা ঝাঁপাতে চলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব৷ পার্শ্ব শিক্ষকদের উপর পুলিশি লাঠিচার্জ থেকে শুরু করে মিড ডে মিলে নুন-ভাত প্রসঙ্গকে সামনে রেখে অধিবেশন থেকেই মরিয়া হয়ে উঠতে চাইছে বিজেপি৷ ইতিমধ্যেই বিরোধিতা করার রণকৌশল স্থির করে ফেলেছে গেরুয়া শিবির৷ তবে রণকৌশল স্থির হলেও মনিরুল ইসলামকে নিয়ে বিড়ম্বনা অব্যাহত বিজেপি শিবিরে৷

সূত্রের খবর অন্য দল ছেড়ে আসা বিধায়কদের বিজেপির বিধায়কের তকমা দেওয়া হলেও মনিরুলের ক্ষেত্রে তা এখনও কার্যকর করতে পারেনি বিজেপি৷ ফলে মনিরুলকে বাদ দিয়েই ১৪ জনের নামের তালিকা বিধানসভার অধ্যক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বিজেপির তরফ৷ সেখানেই দাবি করা হয়েছে, এই ১৪ জন বিজেপি বিধায়কের জন্য পৃথক ঘরের ব্যবস্থা করে দিতে হবে৷ কারণ এই মুহূর্তে বিজেপির জন্য পৃথক কোনও ঘর নেই৷ কংগ্রেস ও বামেদের জন্য পৃথক ব্যবস্থা থাকলেও বিজেপির দাবি, এবার তারাও সেই মর্যাদা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − fourteen =