অস্বস্তি ঢাকতে নতুন কর্মীদের শৃঙ্খলার পাঠ দিলীপর

কলকাতা: সদ্য বিজেপিতে নাম লেখানো অন্য দল ছেড়ে আসা নেতাকর্মীদের শৃঙ্খলার পাঠ দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ মঙ্গলবার নবাগত কর্মীদের বিজেপির কর্মপদ্ধতি শিখে দেওয়ার নির্দেশ দেন রাজ্য সভাপতি৷ দলে নতুনদের স্বাগত জানিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘যারা অন্য দল থেকে এসেছেন, তাঁদের বিজেপির কর্মপদ্ধতি প্রথমেই শেখা উচিত৷ তাঁদের অভিজ্ঞতা আমরা পরবর্তীতে কাজে লাগাবো৷’’ একইসঙ্গে দিলীপ

অস্বস্তি ঢাকতে নতুন কর্মীদের শৃঙ্খলার পাঠ দিলীপর

কলকাতা: সদ্য বিজেপিতে নাম লেখানো অন্য দল ছেড়ে আসা নেতাকর্মীদের শৃঙ্খলার পাঠ দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ মঙ্গলবার নবাগত কর্মীদের বিজেপির কর্মপদ্ধতি শিখে দেওয়ার নির্দেশ দেন রাজ্য সভাপতি৷
দলে নতুনদের স্বাগত জানিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘যারা অন্য দল থেকে এসেছেন, তাঁদের বিজেপির কর্মপদ্ধতি প্রথমেই শেখা উচিত৷ তাঁদের অভিজ্ঞতা আমরা পরবর্তীতে কাজে লাগাবো৷’’

একইসঙ্গে দিলীপ ঘোষ জানিয়ে দেন, আগামী ১১ সেপ্টেম্বর থেকে দলের সাংগঠনিক নির্বাচন পর্ব শুরু হবে৷ তার আগে পাঁচ দিনের সাংগঠনিক নির্বাচনে দফায় দফায় বৈঠক করবে কেন্দ্রীয় নেতৃত্ব৷ এদিন দিলীপ ঘোষ কার্যত বুঝিয়ে দেন, নির্বাচনের মধ্য দিয়েই সাংগঠনিক পদ তৈরি হবে৷ সেই পদে নির্বাচিত সদস্যদের নিয়োগ করা হবে৷ নির্বাচনে দলের ভাবমূর্তি যাতে ক্ষুন্ন না হয় তার জন্য শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন দিলীপ ঘোষ৷ কড়া হুঁশিয়ারি দিয়ে রাজ্য সভাপতি জানিয়ে দেন, দলের শৃঙ্খলা বজায় রেখে সমস্ত কাজই করতে হবে৷ আর তা না হলে তাঁদের জায়গা বিজেপিতে নয়৷

যদিও এই বার্তার পিছনে রাজ্য বিজেপির বেশ কিছু অস্বস্তি কাজ করছে৷ কেননা, দুর্গাপুরে দলের সাংগঠনিক বৈঠকেও তুমুল গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যায়৷ জেলা সভাপতি পরিবর্তনের দাবি জানিয়ে সভাস্থলে তুমুল বিক্ষোভ দেখান বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা৷ এই নিয়ে মুখ খুললেন তিনি৷ জানিয়ে দেন, দলের মধ্যে সিদ্ধান্ত মেনে নিতে হবে৷

এর আগেও পঞ্চায়েত নির্বাচনে থেকে শুরু করে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে প্রার্থী নিয়ে তুমুল বিতর্ক দেখা দিয়েছিল প্রকাশ্যে৷ প্রার্থী পছন্দ না হওয়ায় বিদ্রোহ ঘোষণা করে দলের একাংশ৷ এবার সাংগঠনিক নির্বাচনেও যেতে ওই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই বিষয়ে লক্ষ্য রেখেই আগাম সর্তকতা দিয়ে রাখলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − seventeen =