গণপিটুনি রুখতে কড়া আইন আনছে রাজ্য সরকার

কলকাতা: গণপিটুনির ঘটনা রুখতে কড়া পদক্ষেপ রাজ্যের৷ গণপিটুনি ঠেকাতে নতুন বিল আনছে রাজ্য সরকার৷ নয়া এই বিলের কপি ইতিমধ্যেই বিধায়কদের মধ্যে বিলি করেছে সরকার৷ গণপিটুনির কোন ঘটনা ঘটলেই কড়া পদক্ষেপ নেওয়ার প্রস্তাব রয়েছে বিলে৷ গুরুতর আঘাতের ক্ষেত্রে তিন বছর পর্যন্ত জেল ও জরিমানার প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার৷ গণপিটুনির মৃত্যুর মতো ঘটনা ঘটলেও রয়েছে কড়া শাস্তি

গণপিটুনি রুখতে কড়া আইন আনছে রাজ্য সরকার

কলকাতা: গণপিটুনির ঘটনা রুখতে কড়া পদক্ষেপ রাজ্যের৷ গণপিটুনি ঠেকাতে নতুন বিল আনছে রাজ্য সরকার৷ নয়া এই বিলের কপি ইতিমধ্যেই বিধায়কদের মধ্যে বিলি করেছে সরকার৷

গণপিটুনির কোন ঘটনা ঘটলেই কড়া পদক্ষেপ নেওয়ার প্রস্তাব রয়েছে বিলে৷ গুরুতর আঘাতের ক্ষেত্রে তিন বছর পর্যন্ত জেল ও জরিমানার প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার৷ গণপিটুনির মৃত্যুর মতো ঘটনা ঘটলেও রয়েছে কড়া শাস্তি রয়েছে৷ কম আঘাত হলেও জরিমানা ও কারাদণ্ড সাজাও শোনাতে চলেছে রাজ্য সরকার৷

আজ বিধানসভায় এই সংক্রান্ত বিলের কপি বিচারকদের মধ্যে বিলি করা হয়েছে৷ তবে বিলটি নিয়ে আপাতত দ্বিমত নেই বিরোধী শিবিরে৷ গণপিটুনি রুখতে এই বিল পাস করাতে রাজ্য সরকারের খুব একটা যে মাথা ঘামাতে হবে তা নয়৷ নিজস্ব সংখ্যাগরিষ্ঠতা দিয়েই এই বিল পাশ করিয়ে নিতে পারবে রাজ্য সরকার৷ রাজ্যপালের চূড়ান্ত অনুমোদনের পরই বিলটি আইনে কার্যকর হবে৷

ইতিমধ্যেই এই সংক্রান্ত বিল পাস করিয়েছে রাজস্থান সরকার৷ রাজস্থান প্রটেকশন ফ্রম লিঞ্চিং বিল ২০১৯ পাস করিয়ে করানো হয়েছে৷ ভারতীয় দণ্ডবিধিতে গণপিটুনি আইনবিরুদ্ধ হলেও তা যথেষ্ট নয় বলে উল্লেখ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট৷ বিল পাস করে রাজস্থানের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গণপিটুনি রুখতে প্রথমেই অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত৷ এই ব্যাপারে আইন করা হয়েছে৷ এবার রাজস্থানের দেখানো পথেই হেঁটে পশ্চিমবঙ্গ সরকার একই বিল আনতে চলেছে বলে সূত্রের খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =