আমেদাবাদ: ওয়ানডে সিরিজ আগেই পকেটে পুড়েছিল ভারত। বাকি ছিল টি-টোয়েন্টি সিরিজ ঘরে তোলা। বুধবার খুব সহজেই আহমেদাবাদে আয়োজিত সিরিজ নির্ধারক টি-টোয়েন্টি ম্যাচ জিতে যায় মেন ইন ব্লু। কিউয়িদের হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১-এ জিতে যায় টিম ইন্ডিয়া। ঘরের মাঠে এবার ভারতের প্রতিপক্ষ অজিরা৷
আরও পড়ুন- এখন থেকেই IPL এর প্রস্তুতির শুরু করে দিলেন ধোনি, মারলেন হেলিকপ্টার শট
কিউয়িদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দুর্দান্ত ছন্দে ধরা দিয়েছিলেন গিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে দ্বিশত রান করেন শুভমন। ইনদৌরের তৃতীয় ওয়ানডেতেও সেঞ্চুরি আসে তাঁর ব্যাট থেকে৷ এর পরে টি-টোয়েন্টি-তেও ঝড় তোলেন শুভমন৷ মাত্র ৬৩ বলে অপরাজিত ১২৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি৷ ১২টি বাউন্ডারি ও ৭টি ওভার বাউন্ডারি দিয়ে সাজান নিজের ইনিংস৷
এদিন ভারতের সিরিজ জয়ের অন্যতম কুশিলব অবশ্যই শুভমন গিল। তাঁর ব্যাটে ভর করেই ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৪ রান তোলে ভারত। সেই রান তাড়া করতে নেমে শুরুতেই ছন্দ হারায় নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি ফরম্যাটে ২৩৪ অবশ্যই পাহাড়প্রমাণ রান৷ ভারতীয় বোলারদের দাপটের সামনে দাঁড়াতেই পারেনি কিউয়িরা৷ শুরু থেকেই নিউজিল্যান্ডকে লাইনচ্যুত করে দেন তাঁরা৷ অন্যদিকে ব্যাট হাতে শুভমন গিল একাই ম্যাচ নিয়ে যান কিউয়িদের নাগালের বাইরে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>