নির্বাচনী প্রতিশ্রুতি পালন না করার শাস্তি কি জরিমানা? যা বলল আদালত

নির্বাচনী প্রতিশ্রুতি পালন না করার শাস্তি কি জরিমানা? যা বলল আদালত

d0c4f6cbabcb90b14a73ebbb3df2dd78

এলাহাবাদ: ভোট এলেই শুরু হয় প্রতিশ্রুতির বন্যা৷ গুচ্ছ প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দিয়ে ক্ষমতা দখলের লড়াইয়ে নামে রাজনৈতিক দলগুলি৷ কিন্তু ক্ষমতায় আসার পর অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলি পালনে ব্যর্থ রাজনৈতিক দলগুলি৷ বিজেপি’র বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন খুরশিদ এস রহমান নামে এক ব্যক্তি৷ তাঁর অভিযোগ, ২০১৪ সালে ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পালন করেনি বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ আজ সেই মামলারই শুনানি ছিল এলাহাবাদ হাইকোর্টে৷ 

আরও পড়ুন- চাইলেই কাশ্মীরি পণ্ডিতরা ঘরে ফিরতে পারেন!

এই মামলায় আদালতের পর্যবেক্ষণ, কোনও রাজনৈতিক দলের নির্বাচনী ইস্তেহার নির্ভর করে তাদের নীতি, দৃষ্টিভঙ্গি ও প্রতিশ্রুতির উপর৷ এক্ষেত্রে কোনও বাঁধাধরা নিয়ম নেই৷ আদালতের মাধ্যমে এই বিষয়টিকে বেঁধে রাখা সম্ভব নয়। যদি কোনও রাজনৈতিক দল নির্বাচনী প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়, তার জন্য জরিমানা করার ব্যবস্থা করাও সম্ভব নয়। প্রসঙ্গত, নিম্ন আদালত আগেই এই আবেদন খারিজ করে দিয়েছিল৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই এলাহাবাদ হাইকোর্টে যান খুরশিদ এস রহমান নামে ওই ব্যক্তি।  আবেদনকারীর আইনজীবী আদালতে জানান, এই আবেদনে যথাযথ গুরুত্ব না দিয়েই তা নাকোচ করে দিয়েছে নিম্ন আদালতে। সেই দাবি নস্যাৎ করে এদিন উচ্চ আদালত জানায়, বিচারবিভাগীয় দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনা না করেই নিম্ন আদালত পদক্ষেপ নিয়েছে এটা বলা যায় না।