কলকাতা: বিজেপিতে গিয়েও রক্ষা হল না শোভন চট্টোপাধ্যায়ের! বিজেপিতে নাম লেখানো সপ্তাহখানেকের মধ্যেই এবার নারদ-কাণ্ডে নোটিশ পাঠাল সিবিআই৷ বিজেপির তোলা নারদ কেলেঙ্কারির অভিযোগে এবার রীতিমত বিড়ম্বনায় পড়ল খোদ বিজেপি৷
জানা গিয়েছে, নারদকাণ্ডে নোটিশ সিবিআইয়ের৷ এবার বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়কে সিবিআই নোটিশ পাঠাল সিবিআই৷ আগামী সেপ্টেম্বরে হাজিরার নির্দেশ৷ সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে শোভন চট্টোপাধ্যায়কে৷একই সঙ্গে তৃণমূলের অপরূপা পোদ্দারকেও ডেকে পাঠানো হয়েছে বলে খবর৷
এমনিতে, শোভনকে নিয়ে শুরু থেকেই বেশ অস্বস্তিতে পড়েছে বিজেপি৷ দলে যোগ দেওয়ার প্রথম মুহূর্ত থেকেই শুরু হয়েছিল শোভন-বৈশাখী নিয়ে টানাপোড়েন৷ অভিনেত্রী তথা তৃণমূল বিধায়ক শতাব্দী রায়ের বিজেপিতে যোগদান নিয়ে প্রবল আপত্তি তুলে দলের অন্দরে বাড়িছিলেন বিড়ম্বনা৷ দীর্ঘ জটিলতা কাটিয়ে শতাব্দীকে ফিরিয়ে শোভন-বৈশাখীকে বিজেপিতে যোগ দেওয়ানো হয়৷ বিজেপিতে যোগ দেওয়ার এক সপ্তা মধ্যেই ফের শোভন-বৈশাখীকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়৷ শোভন চট্টোপাধ্যায়ের সংবর্ধনা অনুষ্ঠানে বৈশাখীদেবীর নাম আমন্ত্রণপত্রে না থাকায় বিদ্রোহ প্রকাশ করেন তিনি৷ পরে কেন্দ্রীয় নেতৃত্বকে নালিশও করেন বৈশাখীদেবী৷ যদিও বিষয়টি মিটমাট করে নেওয়ার পর শোভন-বৈশাখীকে পাশে বসিয়ে বিজেপি রাজ্য দপ্তরের সাংবাদিক বৈঠক করেন দিলীপ ঘোষ৷ এবার নারদকাণ্ডে শোভনের নামে সিবিআই নোটিস ঘিরে তৈরি হয়েছে নয়া বিতর্ক৷ কেনন, গত বিধানসভা নির্বাচনের আগে ঢাকঢোল পিটিয়ে নারদকাণ্ডের ঘটনা ফাঁস করে বিজেপি৷ সেখানে তৃণমূলের ১২ জন নেতার বিরুদ্ধে টাকা নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয়৷ সেই তালিকায় ছিলেন শোভন চট্টোপাধ্যায়৷ সদ্য তিনি বিজেপিতে নাম লিখিয়েছেন৷ এবার বিজেপিতে নাম লেখাতেই নারদকাণ্ডে সিবিআই নোটিস ঘিরে তৈরি হয়েছে নয়া বিতর্ক৷