কলকাতা: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বিজেপিকে কাঠগড়ায় তুলেছিলেন কড়া ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়৷ খোলা মঞ্চ থেকেই জানিয়েছেন, দুর্গাপুজো তো আমরাই করি৷ বিজেপি রাবণের পুজো করে৷ মুখ্যমন্ত্রী এহেন মন্তব্যের পাল্টা কথা দিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷
রাজ্য বিজেপির সদর দপ্তর থেকে দিলীপ ঘোষের মন্তব্য, ‘‘দুর্গাপুজো কারা একা করে তা আমি জানি না৷ সাধারণ মানুষ পুজো করেন৷ এটাই আমরা জানি৷ উনি তো ভুলভাল মন্ত্র বলেন৷ উনি নিজে মন্ত্রটা ঠিকঠাক বলতে শিখুন৷ তারপরে বলবেন, কে পুজো করে না করে৷ ওনার এই সব পাগলামি শুনে আর এই সবের কোন উত্তর হয় না৷ আবোলতাবোল বকছেন৷ যত হারছেন অবস্থা, খারাপ হয়ে যাচ্ছে৷ এখন ভাড়া করে লোক নিয়ে আসতে হচ্ছে তৃণমূলকে৷ উনি কথাই কথাই বলেন, বিজেপি বাইরে থেকে লোক নিয়ে আসছে৷ কিন্তু, বলুন তো প্রশান্ত কিশোর কোথাকার লোক৷ উনি তো বাইরে থেকে লোক নিয়ে আসছেন৷ বাংলা কিছু জানেন? নিজের কাজ ঠিক মতন করুন৷ আমাদের নিয়ে ভাবতে হবে না৷’’
এদিন দুর্গা পুজো নিয়ে বিজেপির বাড়াবাড়ি প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানান, বিজেপি দুর্গাপুজো নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে৷ তৃণমূল একমাত্র দুর্গা পুজো করে৷ বিজেপিতে রাবণের ভক্ত৷ রাবণের পুজো করে বলেও মন্তব্য করেন তিনি৷ এরই পাল্টা দেন দিলীপ ঘোষ৷