নয়াদিল্লি: অক্ষুন্ন জনপ্রিয়তা৷ বাইশের নির্বাচনে পাঁচে-চার হওয়ার পর আরও একবার বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রনেতা হিসাবে উঠে এল নরেন্দ্র মোদীর নাম৷ জনপ্রিয়তার দৌড়ে হার মানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোকেও৷ মার্কিন যুক্তরাষ্ট্রের মর্নিং কনসাল্ট নামক এক সংস্থার সমীক্ষায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতার শিরোপা উঠল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাথায়৷ বিশ্বের ১২ রাষ্ট্রপ্রধানকে পিছনে ফেলে পয়লা নম্বর স্থান দখল করলেন তিনি৷
আরও পড়ুন- শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ‘অশনি’, সোমবার বিকেলেই আছড়ে পড়বে স্থলভাগে
বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানদের গ্রহণযোগ্যতা নিয়ে সমীক্ষা চালায় মর্নিং কনসাল্ট৷ মোট ১৩ টি দেশকে নিয়ে এই সমীক্ষা চালানো হয়৷ সেখানে ৭৭ শতাংশ ভোট পেয়ে মেক্সিকোর প্রেসিডেন্টকে পিছনে ফেলে প্রথম স্থান দখল করেন নরেন্দ্র মোদী৷ দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়াল লোপেজ৷ তিনি পেয়েছেন ৬৩ শতাংশ জনমত৷ তৃতীয় স্থানে রয়েছেন ইটালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। তিনি পেয়েছে ৫৪ শতাংশ জনমত৷ চতুর্থ স্থানে রয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তাৎপর্যপূর্ণভাবে সপ্তম স্থানে রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর ঝুলিতে রয়েছে ৪১ শতাংশ জনমত৷ ৪২ শতাংশ ভোট নিয়ে জাস্টিন ট্রুডো রয়েছেন ষষ্ঠ স্থানে৷
যে কোনও দেশের সাবালকদের কাছ থেকে প্রাপ্য তথ্যের ভিত্তিতে এই ব়্যাঙ্ক তৈরি করা হয়। তথ্য সংগ্রহ করা হয় অনলাইনে৷ আমেরিকার ক্ষেত্রে সমীক্ষার স্যাম্পেলের সাইজ ছিল ৪৫ হাজার। অন্যান্য দেশের ক্ষেত্রে এই স্যাম্পেলের সাইজ হয় ৩-৫ হাজার। ভারতের ক্ষেত্রে জনগণের ‘শিক্ষিত’ অংশের সংখ্যার উপর ভিত্তি করে স্যাম্পেল সাইজ নির্ধারণ করা হয়৷ এই সমীক্ষায় অংশগ্রহণকারীদের একাধিক প্রশ্ন করা হয়েছিল। দেশ কোন পথে এগোচ্ছে? তা সঠিক কী না? ১৮ উর্ধ্বদের জবাবের ভিত্তিতে তৈরি হয় রিপোর্ট৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>