কলকাতা: সাংগঠনিক পর্যালোচনা বৈঠকে বাংলায় আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত৷ তিন দিনের সফরে বাংলায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি৷ আগামী শনিবার কলকাতায় পা রাখার কথা মোহন ভাগবতের৷ থাকবেন তিন দিন৷ রবিবার সঙ্ঘ চালকদের সঙ্গে নিয়ে সাংগঠনিক পর্যালোচনা বৈঠকে বসবেন ভগবত৷ জানিয়েছে উত্তর ও দক্ষিণ বঙ্গের প্রচারকদের নিয়ে আলাদা আলাদা করে বৈঠক করবেন তিনি৷ একইসঙ্গে রাজ্যের বিশিষ্ট কয়েকজন বাড়িতেও যেতে পারেন সঙ্ঘপ্রধান৷
যদিও সঙ্ঘ প্রধানের বাংলা সফর নিয়ে কোনও মন্তব্য করতে চাননি আরএসএসের কর্তারা৷ রাজনৈতিক মহলের অনুমান, সঙ্ঘ চালকের কলকাতার তিন দিন সফল খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে৷ বিজেপির নতুন-পুরানোর মতপার্থক্যের বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন তিনি৷ আগামী ৩ সেপ্টেম্বর রাজ্য সফর শেষ করে করার কথা রয়েছে তাঁর৷
সূত্রের খবর, পয়লা সেপ্টেম্বর দিলীপ ঘোষ সহ কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে পারেন তিনি৷ রাজ্যের বিজেপির সাংগঠনিক বিষয়ে খোঁজ-খবর নেওয়ার কথা রয়েছে তাঁর৷ ২ সেপ্টেম্বর বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিকদের বিশিষ্ট বাড়িতেও যেতে পারেন তিনি৷ নিউটাউনে চিপ এয়ার মার্শালের বাড়িতে যাওয়ার কথা আছে তাঁর৷ ফুলবাগানের একটি ধর্মীয় কর্মশালায় তিনি যোগ দিতে পারেন বলে সঙ্ঘ সূত্রে জানা গিয়েছে৷ এরপর ওই দিন রাতে কেশব ভবন থেকে দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে মোহন ভাগবতের৷