নেতাজিকে অপমান করা হচ্ছে, বিবৃতি পরিবারের

কলকাতা:নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে বিভ্রান্তিকর প্রচারণা বন্ধ করা হোক৷ এই প্রচার নেতাজির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে৷ প্রেস বিবৃতি জারি করে এমনই দাবি করেছে নেতাজি পরিবারের সদস্যরা৷ দিল্লিতে এক বেসরকারি সংস্থা ‘মিশন নেতাজি’ নামের একটি প্রচার করছে৷ যার তত্ত্বাবধানে রয়েছেন অনুজ ধর ও চন্দ্রচূড় ঘোষ৷ নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্যদের বক্তব্য ওই কর্মসূচিতে ‘গুমনামি বাবা’ বলে যাঁকে

নেতাজিকে অপমান করা হচ্ছে, বিবৃতি পরিবারের

কলকাতা:নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে বিভ্রান্তিকর প্রচারণা বন্ধ করা হোক৷ এই প্রচার নেতাজির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে৷ প্রেস বিবৃতি জারি করে এমনই দাবি করেছে নেতাজি পরিবারের সদস্যরা৷ দিল্লিতে এক বেসরকারি সংস্থা ‍‘মিশন নেতাজি’ নামের একটি প্রচার করছে৷ যার তত্ত্বাবধানে রয়েছেন অনুজ ধর ও চন্দ্রচূড় ঘোষ৷

নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্যদের বক্তব্য ওই কর্মসূচিতে ‘গুমনামি বাবা’ বলে যাঁকে প্রকাশ্যে আনার চেষ্টা করা হচ্ছে, তিনি কখনও নেতাজি সুভাষচন্দ্র বসু নন৷ প্রচার চালানও হচ্ছে৷ এই বাবা উত্তরপ্রদেশের একাধিক জায়গায় বসবাস করেছেন৷ তিন দশক ধরে লুকিয়ে ছিলেন, তখন থেকে তাঁকে খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে৷ তখন তিনি পালিয়ে এসেছেন এই বাবা৷ জীবনের শেষ দিনগুলি কেটেছে অযোধ্যার ফৈজাবাদ এলাকায় একটি ছোট্ট ঘরে৷ পরে তাঁর মৃত্যু হয়৷ ওই ব্যক্তির কোনও পরিচয় ও পাসপোর্ট ছাড়া এই সন্ন্যাসী ভারতে ঘুরে বেরিয়েছিলেন৷

তাঁর কোনও ছবিও কখনও প্রকাশ করা হয়নি৷ এই ধরনের যুক্তি দিয়ে আলোকপাত করেছেন পরিবারের সদস্যরা৷
ইতিমধ্যেই বাংলা চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷ তাঁর ছবিতেও ওই বাবার অস্তিত্বের কথা জানানো হয়েছে৷ যদিও এই নিয়ে সরব হয়েছেন নেতাজি পরিবারের সদস্যরা৷ জানানো হয়েছে, চলচ্চিত্র প্রকাশ করে নেতাজিকে অপমান করা হচ্ছে৷ নেতাজিকে অপমানিত করা হলেও তাঁরা চান না, ছবি মুক্তি বন্ধ করে দেওয়া হোক৷

অন্যদিকে, সেন্সর বোর্ডের তরফে ইতিমধ্যেই চূড়ান্ত ছাড়পত্র পেয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়৷ ‘গুমনামি বাবা’ সম্প্রতি এই ছবি মুক্তি দিয়ে তৈরি হয়েছিল তা না বিতর্ক৷ আপত্তি উঠেছিল নেতাজি পরিবারের সদস্যদের৷ এই ছবির মধ্যে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে৷ দেশবাসীর কাছে ভুল বার্তা পৌঁছে দেওয়ার অভিযোগ তুলেছিল বসু পরিবার৷ কিন্তু সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া সেই ছবি মুক্তি ঘিরে আপাতত আর কোন সমস্যা দেখা দিচ্ছে না বলেই মনে করছে পর্যবেক্ষক মহল৷ যদিও ছবি মুক্তি আটকাতে চাইনি পরিবার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *