রেকর্ড গড়ল ‘দিদিকে বলো’ কর্মসূচি, ক্ষোভের বহিঃপ্রকাশ, বলছে বিরোধী শিবির

কলকাতা: মাত্র ১ মাসের মধ্যেই অভূতপূর্ব জনপ্রিয়তা কোড়াল তৃণমূলের ‘দিদিকে বলো’ কর্মসূচি৷ মাত্র ১ মাসের মধ্যেই ১০ লক্ষের বেশি মানুষ ‘দিদি’কে মতামত জানিয়েছেন বলে খবর৷ তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, ১০ লক্ষ মানুষের মধ্যে অন্তত ৪২ শতাংশ সমস্যা সমাধান করে দেওয়া হয়েছে৷ ৩২ শতাংশের ক্ষেত্রে দলগত ও সরকারিভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে৷ বাকিগুলি দ্রুত সমাধান করার

রেকর্ড গড়ল ‘দিদিকে বলো’ কর্মসূচি, ক্ষোভের বহিঃপ্রকাশ, বলছে বিরোধী শিবির

কলকাতা: মাত্র ১ মাসের মধ্যেই অভূতপূর্ব জনপ্রিয়তা কোড়াল তৃণমূলের ‘দিদিকে বলো’ কর্মসূচি৷ মাত্র ১ মাসের মধ্যেই ১০ লক্ষের বেশি মানুষ ‘দিদি’কে মতামত জানিয়েছেন বলে খবর৷ তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, ১০ লক্ষ মানুষের মধ্যে অন্তত ৪২ শতাংশ সমস্যা সমাধান করে দেওয়া হয়েছে৷ ৩২ শতাংশের ক্ষেত্রে দলগত ও সরকারিভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে৷ বাকিগুলি দ্রুত সমাধান করার চেষ্টা চলছে বলেও দাবি করা হয়েছে৷ কিন্তু এক মাসে ১০ লক্ষ মানুষের ‘দিদি’কে বলার হিড়িক দেখে ইতিমধ্যেই বিরোধী শিবিরে শুরু হয়েছে কটাক্ষ৷

বিরোধীদের একাংশের অবশ্য বলতে শুরু করেছে, তৃণমূলের ৮ বছরের মধ্যেই মানুষের মধ্যে তুমুল ক্ষোভের বহিঃপ্রকাশ এবার সরাসরি ‘দিদিকে বলো’ কর্মসূচিতে গিয়ে পড়েছে৷ জনতার ক্ষোভের প্রতিফলন ঘটছে ১০ লক্ষ জনতার মধ্যে৷ কেননা, এক মাসের মধ্যে ১০ লক্ষ মানুষ ‘দিদি’র সঙ্গে যোগাযোগ করে তাঁদের ক্ষোভ-আক্ষেপ জানিয়েছেন৷ আর সেই সমস্যা মেটাতে তৃণমূলকে ভাড়া ভিন রাজ্য থেকে লোক নিয়োগ করতে হয়েছে বলেও বিরোধীদের কটাক্ষ৷

বিরোধীদের অভিযোগ, ফলে এটাই প্রমাণ করছে, এক মাসের মধ্যে যদি ১০ লক্ষ মানুষ এই ভাবে তাঁদের ক্ষোভ-বিক্ষোভের কথা জানাতে থাকেন, তাহলে বোঝা যাচ্ছে, গোটা রাজ্যজুড়ে তৃণমূলের অবস্থান কোথায় এসে ঠেকেঠে৷
যদিও এই ১০ লক্ষ মানুষের মধ্যে কতজন মতামত জানিয়েছেন, কতজন অভিযোগ জানিয়েছেন সেই সংক্রান্ত তথ্য তৃণমূলের তরফের দেওয়া হয়নি৷ জানানো হয়েছে, সরাসরি ফোন করে ‘দিদি’র সঙ্গে যোগাযোগ করছেন সাড়ে ৮ লক্ষ মানুষ৷ অনলাইনে প্রায় দু’লক্ষ মানুষ যোগাযোগ করেছেন৷ আচমকা সমস্যায় পড়ে ২১৪ জন ‘দিদি’র সঙ্গে যোগাযোগ করেছেন৷ তাঁদের দ্রুত সরাসরি পরিষেবা পাইয়ে দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে৷ আরও ১৯ মাস একই ভাবে এই কর্মসূচি চলবে৷ লক্ষ্যমাত্রা রাখা হয়েছে দেড় কোটি মানুষের কাছে পৌঁছে যাওয়া৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − 2 =