কলকাতা: বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল। প্রতিবছরই এই টুর্নামেন্ট নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা থাকে। এতগুলি বছর পেরিয়ে গেলেও তাতে ভাঁটা পড়েনি। চলতি বছরের আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই। জানান হয়েছে, ৩১ মার্চ থেকে শুরু হবে প্রতিযোগিতা। প্রথম ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের মুখোমুখি হতে চলেছে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে এবারের আইপিএলের উদ্বোধন।
আরও পড়ুন- জুলি-রোমিওদের হাত ধরে কলকাতার সঙ্গে জুড়ে গেল তুরস্ক
চলতি বছরের আইপিএল খেলা হবে ১২টি স্টেডিয়ামে। জায়গাগুলি হল, আমদাবাদ, মোহালি, লখনউ, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা, জয়পুর, মুম্বই, গুয়াহাটি ও ধর্মশালা। গ্রুপ পর্যায়ে সব মিলিয়ে মোট ৭০টি ম্যাচ। ২৮ মে হবে আইপিএলের ফাইনাল। এ বারের আইপিএলেও গত বারের মতো দু’টি গ্রুপ রয়েছে। প্রথম গ্রুপে আছে মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস।
” style=”border: 0px; overflow: hidden”” title=”মাহি-সাক্ষীর ভালবাসার গল্পে জুড়ে রয়েছে কলকাতা! Know about Dhoni-Sakshi’s love story” width=”560″>
দ্বিতীয় গ্রুপে আছে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, পঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাত টাইটান্স। কলকাতার প্রথম ম্যাচ দ্বিতীয় দিনই, প্রতিপক্ষ পঞ্জাব। তারপর বেঙ্গালুরু, গুজরাটের সঙ্গে টক্করে যাবে কেকেআর।