পুরোপুরি উঠে যাচ্ছে কোভিড বিধি! কবে, জানাল কেন্দ্র

পুরোপুরি উঠে যাচ্ছে কোভিড বিধি! কবে, জানাল কেন্দ্র

নয়াদিল্লি: ২০২০ সালের মার্চ মাস। করোনা ভাইরাস নিয়ম বিধি শুরু হয়েছিল। তারপর থেকে বিগত ২ বছর কী হয়েছে তা আলাদা করে বলার নয়। এই সময়টা অনেকের কাছে দুঃস্বপ্নের মতো, অনেকের কাছে বিভীষিকা। কোভিড বিধি মেনে, ঘরে বসে দিন কাটাতে হয়েছে মানুষকে। বারংবার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যা মানতে বাধ্য হয়েছে মানুষ। সংক্রমণের আঘাতে অনেক প্রাণ হারিয়েছে। তবে সেই সব স্মৃতি ভুলতে চায় সকলে। এখন প্রথম, দ্বিতীয় কোভিড ঢেউ টপকে এসে দেশ আপাতত সুস্থই। আক্রান্তের সংখ্যা অনেকটাই নিয়ন্ত্রণে। তাই কোভিড বিধি সম্পূর্ণ উঠে যাচ্ছে বলেই জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন-কী কারণে আগুন স্পষ্ট নয়, উপপ্রধান খুনের ঘটনায় ডিজিপি

কেন্দ্র জানিয়েছে, কোভিড সংক্রান্ত যে সব বিধিনিষেধ ৩১ মার্চ পর্যন্ত বহাল রয়েছে, তা আর নতুন করে জারি করা হবে না। অর্থাৎ ৩১ মার্চের পর থেকে নয়া নির্দেশ বহাল করা হবে না। আগের মতো সব স্বাভাবিক হয়ে যাবে। হিসেব করলে দেখা যাবে, কার্যত ঠিক দু’বছর পর পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। কিন্তু এখানেও গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে তাদের তরফে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা জানিয়েছেন, বিধি উঠে গেলেও মাস্ক, হাত ধোয়া এবং সামাজিক দূরত্বের মতো বিষয়গুলি বহাল থাকবে। আর করোনা পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে তার দিকেও নজর রাখতে হবে।

উল্লেখ্য, আজ দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৭৮। এই একই সময় মৃত্যু হয়েছে ৬২ জনের। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ১৬ হাজার ৬০৫ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়ার সংখ্যা ২ হাজার ৫৪২। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৭৩ হাজার ৫৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সব মিলিয়ে এখন দেশে সক্রিয় করোনা রোগী রয়েছেন ২৩ হাজার ০৮৭ জন। দেশের সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। একই সঙ্গে দেশে মোট টিকা দেওয়া হয়েছে ১৮১ কোটি ৮৯ লক্ষের বেশি ডোজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + seventeen =