গণপিটুনি রুখতে কড়া আইন পাস করিয়ে বিজেপিকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

কলকাতা: গণপিটুনির ঘটনা রুখতে এবার কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার৷ গণপিটুনি ঠেকাতে নয়া বিল পাস করাল সরকার৷ নয়া এই বিলের কড়া সাজা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে৷ বিধানসভায় বিলটি পাস হয়ে যাওয়ায় রাজ্যপালেন অনুমোদন মিললেই দেশে প্রথম গণপিটুনির রুখতে আইন কার্যকর করবে রাজ্য সরকার৷ এই বিল নিয়ে বিজেপিকে বিঁধতে ছাড়েননি মুখ্যমন্ত্রী৷ জবাবী ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সুপ্রিম

গণপিটুনি রুখতে কড়া আইন পাস করিয়ে বিজেপিকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

কলকাতা: গণপিটুনির ঘটনা রুখতে এবার কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার৷ গণপিটুনি ঠেকাতে নয়া বিল পাস করাল সরকার৷ নয়া এই বিলের কড়া সাজা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে৷ বিধানসভায় বিলটি পাস হয়ে যাওয়ায় রাজ্যপালেন অনুমোদন মিললেই দেশে প্রথম গণপিটুনির রুখতে আইন কার্যকর করবে রাজ্য সরকার৷ এই বিল নিয়ে বিজেপিকে বিঁধতে ছাড়েননি মুখ্যমন্ত্রী৷

জবাবী ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গ সরকার প্রথম এই বিল পাস করালো৷ রাজস্থান এই বিল আনলেও পাস করাতে পারেনি৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই বিল আনা হয়েছে৷ এক্তিয়ারের মধ্যে থেকে বিল আনা হয়েছে৷ বাংলার নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে৷ এই বিল এনে দেশকে পথ দেখালো বাংলা৷ গণপিটুনি নিশ্চয়ই কেউ সমর্থন করবে না৷ জাতি ধর্ম কারণ দেখিয়ে আইন হাতে তোলার ক্ষমতা কারোর নেই৷ দেশজুড়ে শুধু একটাই কথা গণপিটুনি আর গণপিটুনি৷ একদল মানুষ মানুষকে খুন করছে৷ এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে৷ গণপিটুনি সভ্যতা ও মানবতা অবক্ষায়৷ দেশের ঐতিহ্য মেনে চলতে হবে৷ যারা ভালো কাজ করে, তাঁরা হয়ে গেছে চোর৷ চোর আজ সাধু৷’’

এদিন গণপিটুনির ঘটনা রুখতে বিলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, গণপিটুনিতে মৃত্য ও গুরুতর জখম হলে যাবজ্জীবন সাজা ও ৫ লক্ষ টাকা সর্বোচ্চ জরিমানা দিতে হবে৷ কম আঘাতের ক্ষেত্রে দোষীদের ৩ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা নির্দেশ দেওয়া হয়েছে৷ ও কারাদণ্ডের প্রস্তাব দেওয়া হয়েছে৷ অল্প আহত হলে দোষীদের ৩ বছরের কারাবাস সঙ্গে দোষীদের সর্বোচ্চ ১ লক্ষ টাকা জরিমানা করারও প্রস্তাব দেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই এই সংক্রান্ত বিল এনেছে রাজস্থান সরকার৷ কিন্তু তা পাস করানো যায়নি৷ ফলে, এই প্রথম গোটা দেশের মধ্যে প্রথম বাংলা গণপিটুনির ঘটনা রুখতে বিল পাস করাল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =