কলকাতা: ম্যাথু কুনেম্যানের বলে আউট বিরাট কোহলি৷ প্রথম ইনিংসে ৪৪ রানের মাথায় এলবিডব্লিউ হন তিনি৷ কিন্তু, বিরাটের আউট নিয়ে শুরু হয়েছে বিতর্ক৷ কারণ রিভিউতে স্পষ্ট হয়নি তিনি আউট ছিলেন কি না। কিন্তু মাঠের আম্পায়ার তাঁক আউট ডিক্লেয়ার করায়, সেই সিদ্ধান্তই কার্যকর হয়। আম্পায়ারের এই সিদ্ধান্তেই চরম ক্ষুব্ধ বিরাট। এমনকি সাজঘরে ফিরেও নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারেছেন না তিনি৷ তবে কি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললেন আম্পায়ার?
আরও পড়ুন- IPL 2023: সূচি প্রকাশিত, কবে থেকে শুরু হচ্ছে খেলা
ঠিক কী নিয়ে বিতর্ক?
কুনেম্যানের বল যখন কোহলির প্যাডে লাগে, তখন একই জায়গায় ছিল তাঁর ব্যাটও৷ ফলে ব্যাট না প্যাড, ঠিক কোথায় বল আগে ছুঁয়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। আম্পায়ার যদি মনে করতেন ব্যাটে বল লাগার পর কোহলির প্যাডে বল লেগেছে, তাহলে তিনি আউট হতেন না৷ কিন্তু মাঠের আম্পায়ার নীতিন মেননের মনে হয়েছে, কোহলির ব্যাটের আগে প্যাডেই বল আঘাত করেছে। সেকারণেই তিনি আউট দিয়ে দেন৷ তৃতীয় আম্পায়ারও ঠিক নিশ্চিত হতে না পারায়, তিনি মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখেন৷
এদিন আম্পায়ার আউট দেওয়ার সঙ্গে সঙ্গে রিভিউ চান বিরাট। অপর প্রান্তে থাকা শ্রীকর ভরতকে তিনি ব্যাটও দেখান৷ কোহলির মনে হয়েছিল, বল আগে তাঁর ব্যাটে লেগেছে। তাই আম্পায়ার আউট দিতেই তিনি মাঠের মাঝেই ক্ষোভ প্রকাশ করেন৷ এর পর সাজঘরে ফিরেও রাগ কমেনি তাঁর। কোচ রাহুল দ্রাবিড়ের পিছনে দাঁড়িয়ে বার বার আউটের রিভিউ দেখতে থাকেন৷ তাঁর ভঙ্গি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল, তিনি এই সিদ্ধান্তে একেবারেই খুশ নন৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>