বিজেপিতে যোগ দিতেই সিবিআই এড়ালেন শোভন

কলকাতা: বিজেপিতে নাম লেখানর কিছুদিনের মধ্যেই সিবিআই তলবি নোটিস পয়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ নারদ কাণ্ডে কণ্ঠস্বর পরীক্ষার জন্য তাঁকে আজ ডাকা হয়েছিল৷ কিন্তু সিবিআই নোটিস পাওয়া সত্ত্বেও ফের হাজির এড়ালেন প্রাক্তন তৃণমূল নেতা শোভন চট্টোপাধ্যায়৷ সিবিআইকে চিঠি দিয়ে শোভনবাবুর দাবি করেছেন, আইনি পরামর্শ নেয়ার কারণে তিনি এই মুহূর্তে দিল্লি রয়েছেন৷ বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত

c0277c6ef7453b6a26b7c095e7d75ac9

বিজেপিতে যোগ দিতেই সিবিআই এড়ালেন শোভন

কলকাতা: বিজেপিতে নাম লেখানর কিছুদিনের মধ্যেই সিবিআই তলবি নোটিস পয়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ নারদ কাণ্ডে কণ্ঠস্বর পরীক্ষার জন্য তাঁকে আজ ডাকা হয়েছিল৷ কিন্তু সিবিআই নোটিস পাওয়া সত্ত্বেও ফের হাজির এড়ালেন প্রাক্তন তৃণমূল নেতা শোভন চট্টোপাধ্যায়৷

সিবিআইকে চিঠি দিয়ে শোভনবাবুর দাবি করেছেন, আইনি পরামর্শ নেয়ার কারণে তিনি এই মুহূর্তে দিল্লি রয়েছেন৷ বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত একটি মামলা চলছে তাঁর৷ সেই মামলার নিষ্পত্তির জন্য তিনি আইনি পরামর্শ নিতে দিল্লি থাকার কারণে সিবিআই জেরার মুখে হাজিরা দিতে পারবেন না৷ তবে পরবর্তী সময়ে তিনি সিবিআইয়ের মুখোমুখি হবেন বলেও জানিয়েছেন৷

অন্যদিকে, আজ সিবিআইয়ের ডাকবে দপ্তরে হাজির হয়েছেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ও মদন মিত্র৷ তাঁদের কণ্ঠস্বর রেকর্ড করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷ ইতিমধ্যেই নারদকাণ্ডে ১৩ জনের মধ্যে ১০ জনকে নোটিস পাঠিয়ে কণ্ঠস্বর পরীক্ষার জন্য ডেকেছে সিবিআই৷ আদালতের নির্দেশ অনুযায়ী নারদকাণ্ডে যুক্ত প্রত্যেক ব্যক্তির কণ্ঠস্বর যাচাই করার জন্য ডাকা হয়েছে৷ ইতিমধ্যেই তৃণমূলের একাধিক মন্ত্রী ও সাংসদদের তলবি চিঠি পাঠিয়েছে সিবিআই৷ নারদ কাণ্ডে সিবিআই তৎপরতা নিয়ে ইতিমধ্যেই বঙ্গ রাজনীতি শুরু হয়েছে টানাপোড়েন৷

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাঠগড়ায় তুলে আগেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেও কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে ভয় দেখানোর অভিযোগ তোলেন তৃণমূল সুপ্রিমো৷ জানান, তৃণমূলের নেতা, মন্ত্রী, সাংসদদের জেরার জন্য ডাকছে কেন্দ্রীয় এজেন্সিগুলি৷ দলকে বিরক্ত করছে৷ কিন্তু তদন্তকারী সংস্থা যদি তাঁকে জেলে পাঠায়, তাতেও তিনি রাজি৷ কিন্তু বিজেপির চাপের মুখে তিনি মাথানত করবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *