জ্বর, সংক্রমণ, হৃদরোগ সহ বাড়ছে ৮০০টি ওষুধের দাম, মাথায় হাত মধ্যবিত্তের

জ্বর, সংক্রমণ, হৃদরোগ সহ বাড়ছে ৮০০টি ওষুধের দাম, মাথায় হাত মধ্যবিত্তের

449689123efc781603bc25d1e4a477f0

নয়াদিল্লি:  ঘরে ঘরে অসুখ-বিসুখ প্রায় লেগেই থাকে৷ তা সামাল দিতেই নাকাল হতে হয় সাধারণ মানুষকে৷ এরই মধ্যে জীবনদায়ী ওষুধের দাম বাড়ায় মাথায় হাত মধ্যবিত্তের৷ জ্বরের জন্য ব্যবহৃত প্যারাসিটামল থেকে শুরু করে প্রেসারের ওষুধ, এমনকী দাম বাড়তে চলেছে হার্ট ও সংক্রমণের ওষুধেরও৷ এই তালিকা বেশ দীর্ঘ৷ প্রায় ৮০০টি ওষুধের দাম বাড়তে চলেছে৷ শুক্রবারই ন্যাশনাল ফার্মাসিটিউক্যাল প্রাইসিং অথারিটি অব ইন্ডিয়ার তরফে জানানো হয়, হোলসেল প্রাইজ ইনডেক্সের পরিবর্তন করা হচ্ছে। ২০২১ সালের আর্থিক বছরে ওষুধের দাম ১০.৭ শতাংশ বৃদ্ধি পাবে।

আরও পড়ুন- পুরোনো রেকর্ড আসতেই দেশে একদিনে মৃত্যু ৪ হাজার ছাড়াল! সংক্রমণে হ্রাস

১ এপ্রিল থেকেই ওষুধের বর্ধিত দাম কার্যকর করা হবে৷ এর মধ্যে অধিকাংশ ওষুধই অত্যাবশ্যকীয়। এক ধাক্কায় ওষুধের দাম ১০.৭ শতাংশ দাম বৃদ্ধি পাওয়ায় ওষুধের খরচ বাড়তে চলেছে মধ্যবিত্তের৷ এনপিপিএ একটি নির্দেশিকায় জানিয়েছে, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের অর্থনীতি পরামর্শদাতার দফতর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২০ সালের অনুরূপ সময়ের তুলনায় ২০২১ সালের হিসাবের ভিত্তিতে ওষুধের দাম ১০.৭৬ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে প্যারাসিটামল, ফেনোবারবিটোন, ফেনিটোইন সোডিয়াম, অ্যাজিথ্রোমাইসিন, সিপ্রোফ্লক্সাসিন হাইড্রোক্লোরাইড এবং মেট্রোনিডাজলের মতো ওষুধ রয়েছে। ড্রাগ (প্রাইজ কন্ট্রোল) অর্ডার, ২০১৩-র নির্দেশিকা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে। মাস পড়লেই কার্যকর হবে নয়া দাম৷