অসমের পর এবার বাংলায় NRC হবেই, হুমকি কৈলাসের

কলকাতা: অসমে রক্ষা নেই, দোসর এবার বাংলা! অসমে জাতীয় নাগরিকপঞ্জি থেকে ১৯ লক্ষের নাম বাদ পড়তেই দেশজুড়ে ছড়িয়েছে বিতর্ক৷ ১২০ দিনের মধ্যে নাগরিকত্ব প্রমাণ না দিতে পারলে ভিটেমাটি ছাড়তে হবে তাঁদের৷ এই নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হলেও এবার বাংলায় এনআরসি চালু করার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা কৈলাস বিজয় বর্গী৷ শনিবার দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে বিজেপি নেতা

অসমের পর এবার বাংলায় NRC হবেই, হুমকি কৈলাসের

কলকাতা: অসমে‌ রক্ষা নেই, দোসর এবার বাংলা! অসমে জাতীয় নাগরিকপঞ্জি থেকে ১৯ লক্ষের নাম বাদ পড়তেই দেশজুড়ে ছড়িয়েছে বিতর্ক৷ ১২০ দিনের মধ্যে নাগরিকত্ব প্রমাণ না দিতে পারলে ভিটেমাটি ছাড়তে হবে তাঁদের৷ এই নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হলেও এবার বাংলায় এনআরসি চালু করার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা কৈলাস বিজয় বর্গী৷

শনিবার দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় দাবি, পশ্চিমবঙ্গে এনআরসি হবেই৷ তবে পশ্চিমবঙ্গ শুধু নয়, গোটা দেশজুড়ে হবে এনআরসি৷ গোটা দেশ জুড়ে এনআরসি চালুর পক্ষে সওয়াল করে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা৷ তাঁর মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে আইন চালু হওয়া উচিত৷ বিদেশী অনুপ্রবেশকারীরা এই রাজ্যে এসে বসবাস করছে৷ তারপর দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে৷ আর তার জেরে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংকটের মুখে পড়ছে৷

তবে, অসমের এনআরসি থেকে ১৯ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া প্রসঙ্গে বিজয়বর্গীয় দাবি, সেখানকার স্থানীয় বাসিন্দাদের নাম না ওঠে তাহলে তার সরকার গুরুত্ব দিয়ে দেখবে৷ তবে তাঁদের এই মুহূর্তে লক্ষ বিদেশী নাগরিকদের অসম থেকে তাড়িয়ে দেওয়া৷ এবার অসম থেকে বিদেশি নির্মূল করার পর পরবর্তী টার্গেট বাংলা যে তাঁদের বাংলা, তাও বুঝিয়ে দেন তিনি৷ কৈলাস বিজয়বর্গীয় সুরে সুর মিলিয়ে দিলীপ ঘোষ জানিয়েছেন, এই বাংলায় এনআরসি চালু করা উচিত৷ কারণ এখানে বহু অবৈধভাবে বসবাস করছেন৷ তাঁদের তাড়াতে হবে৷

বিজেপির এই এনআরসি স্বপ্নকে জল ঢেলে দিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ ঘোষণা করেছেন, পশ্চিমবঙ্গে কখনও এনআরসি চালু করতে দেওয়া হবে না৷ বিজেপি একবার এনআরসি এখানে চালু করে দেখাক৷ তারপর বুঝবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *