আবারও ডার্বির রং সবুজ-মেরুন, ইস্টবেঙ্গলকে হারাল এটিকে মোহনবাগান

আবারও ডার্বির রং সবুজ-মেরুন, ইস্টবেঙ্গলকে হারাল এটিকে মোহনবাগান

 কলকাতা:  না, কোনও অঘটন ঘটল না। আইএসএলে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে এবারও জয় ছিনিয়ে আমকে পারল না ইস্টবেঙ্গল। টানা ছ’টি ম্যাচে মোহনবাগানের কাছে হারতে হল লাল-হলুদ শিবিরকে৷ তবে গত পাঁচ বারের তুলনায় অনেক ভাল ফুটবল খেলেছিল ইস্টবেঙ্গল৷ কিন্তু জয় অধরাই থেকে গেল। শনিবারের কলকাতা ডার্বিতে মোহনবাগানের হতে এমন দু’জন গোল করলেন, যাঁরা এবারই প্রথম কলকাতা ডার্বি খেলতে নেমেছিলেন। কার্ড সমস্যায় ডার্বি থেকে ছিটকে যাওয়া ব্রেন্ডন হ্যামিলের জায়গায় খেলতে নেমেছিলেন স্লাভকো দামিয়ানোভিচ৷ তিনি এদিন একটি গোল করেন। ম্যাচের শেষ দিকে আরও একটি গোল করেন দিমিত্রি পেত্রাতোসের। এই নিয়ে টানা অষ্টমবার জয় পেল এটিকে মোহনবাগান।

আরও পড়ুন- ‘হ্যাঁ, আমি লেসবিয়ান’, সমালোচকদের মোক্ষম জবাব দিলেন তারকা সারা

আইএসএলে যে ছ’টি কলকাতা ডার্বি হল, তার মধ্যে এই ডার্বিতেই ইস্টবেঙ্গলকে কিছুটা হলেও ভালো পজিশনে রেখেছিলেন ফুটবল বিশেষজ্ঞরা। লিগ শিল্ড জয়ী মুম্বই সিটিকে হারানোর পর তাদের আত্মবিশ্বাসও তুঙ্গে ছিল৷ কিন্তু ডার্বি ম্যাচে ফের যেন গুঁড়িয়ে গেল আত্মবিশ্বাস৷ তবে এদিন হারলেও  লাল-হলুদ শিবির কিন্তু ভালই খেলেছিল। ফুটবলারদের কাছে যে সুযোগগুলি এসেছিল, সেগুলি কাজে লাগাতে পারলে ম্যাচ জিততে না পারলেও, ড্র করতে পারত। কিন্তু সেটাও সম্ভব হল না। ভাল সুযোগ নষ্ট করেনন ভিপি সুহের ও নাওরেম মহেশ৷ গোল করার সুযোগ পেয়েও হাতছাড়া করে ফেলেন তাঁরা৷