চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করলে রাশিয়া রক্ষাকর্তা হবে না! ভারতকে ‘বার্তা’ আমেরিকার

চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করলে রাশিয়া রক্ষাকর্তা হবে না! ভারতকে ‘বার্তা’ আমেরিকার

0513b4f1e68e25795ea1522bb76ba7a5

নয়াদিল্লি: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারতের নিরপেক্ষ অবস্থানে আগেই অসন্তোষ প্রকাশ করেছে আমেরিকা৷ যুদ্ধ চলার মাঝেই ভারতে এসেছেন রুশ বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ৷ তাতে স্বভাবতই নাখুশ ওয়াশিংটন৷ এই পরিস্থিতিতে ভারতকে কার্যত কড়া বার্তা দিয়ে রাখল আমেরিকা৷ খোঁচা দিয়ে স্মরণ করিয়ে দিল, চিন ফের প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করলে, রাশিয়া যে ভারতের পক্ষ নেবে, তেমনটা আশা করা ঠিক নয়৷ সেই সঙ্গে এটাও স্পষ্ট করে দিয়েছে, ইউক্রেনে সামরিক অভিযান চালানো রাশিয়ার থেকে ভারত যে ভাবে তেল, শক্তি সম্পদ-সহ অন্যান্য সামগ্রী কিনছে তা বিশেষ ভালো নজরে দেখছে না আমেরিকা৷ 

আরও পড়ুন- সমূহ বিপদ! পৃথিবীর দিকে ধেয়ে আসছে কুতুব মিনারের ৩ গুণ বড় এক গ্রহাণু

বুধবার দু’দিনের সফরে ভারতে এসেছেন আমেরিকার ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দলীপ সিং৷ বৃহস্পতিবার ভারতের বিদেশসচিব হর্ষবর্ধন স্রিংলা এবং অন্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি৷ ওই বৈঠকে চিনের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করিয়ে দেন সিং৷ ভারতকে সতর্ক করে বলেন,  ‘‘চিন যদি প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে, তখন ভারতকে সাহায্য করতে রাশিয়া যে পাশে এসে দাঁড়াবে, এমন আশা করা বৃথা।’’ একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, কোনও দেশ রাশিয়ার সেন্ট্রাল ব্যাঙ্কের সঙ্গে আর্থিক লেনদেনে জড়াক, সেটা চায় না আমেরিকা৷ 

আমেরিকা রাশিয়ার উপর গুচ্ছ নিষেধাজ্ঞা চাপালেও মস্কোর সঙ্গে লেনদেন বজায় রেখেছে ভারত৷ বর্তমানে ভারত রাশিয়া থেকে যে জ্বালানি ও অন্যান্য শক্তি সম্পদ আমদানি করছে, তা মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের সামিল না হলেও, আগামী দিনে আমেরিকার বন্ধু দেশগুলি যাতে রাশিয়ার উপর নির্ভরশীলতা কমায়, সেই আশাই করছে তারা৷ বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন আমেরিকার ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা৷ 

বুধবার দু’দিনের জন্য ভারত সফরে এসেছেন দলীপ সিং। ঘটনাচক্রে তাঁর ভারত সফরের মাঝেই বৃহস্পতিবার ভারতে পা রেখেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ। তিনিও দু’দিনের সফরে ভারতে এসেছেন। দু’দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্র নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। রুশ বিদেশমন্ত্রী ভারতে পা রাখার দিনই আমেরিকার এই বার্তা যথেষ্ট ইঙ্গিতবহ।