বাংলার আইন-শৃঙ্খলা ইস্যুতে তাৎপর্যপূর্ণ মন্তব্য নতুন রাজ্যপালের

কলকাতা: রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধানকর৷ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তুললেন প্রশ্ন৷ সংসদের উপরে হামলা ঘটনায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রকে বিষয়টি জানাবেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি৷ রাজ্যের আইন-শৃঙ্খলা থেকে শুরু করে শিক্ষক ও ডাক্তারদের উপর হামলা প্রসঙ্গ তুলে উষ্মা প্রকাশ করেন রাজ্যপাল৷ সাফ জানিয়ে দেন, যেটা ঘটছে সেটা খুবই দুঃখজনক৷ রাজ্যের উন্নতির দিকে

7e6e0525721e514bcb169ae0dc42e69a

বাংলার আইন-শৃঙ্খলা ইস্যুতে তাৎপর্যপূর্ণ মন্তব্য নতুন রাজ্যপালের

কলকাতা: রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধানকর৷ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তুললেন প্রশ্ন৷ সংসদের উপরে হামলা ঘটনায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রকে বিষয়টি জানাবেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি৷

রাজ্যের আইন-শৃঙ্খলা থেকে শুরু করে শিক্ষক ও ডাক্তারদের উপর হামলা প্রসঙ্গ তুলে উষ্মা প্রকাশ করেন রাজ্যপাল৷ সাফ জানিয়ে দেন, যেটা ঘটছে সেটা খুবই দুঃখজনক৷ রাজ্যের উন্নতির দিকে নজর দেওয়া উচিত৷ আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার উচিত৷

রাজ্যপালের ইঙ্গিত, গোটা বিষয়টি তিনি স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠিয়ে দেবেন৷ ইতিমধ্যেই দিল্লি সফর কাটছাঁট করে অর্জুনকে দেখতে হাসপাতালে যান রাজ্যপাল জগদীপ ধানকর৷ অর্জুনকে দেখে ফেরার পর সংবাদ মাধ্যমে রাজ্যপালের রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে উষ্মা প্রকাশ করেন৷ রাজ্যপালের এহেন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল৷ যদিও, এর আগে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীও৷

আজ সকালে আক্রান্ত বিজেপি সাংসদ অর্জুন সিংকে দেখতে হাসপাতালে যান বাংলার রাজ্যপাল জগদীপ ধানকর৷ আক্রান্ত বিজেপি সাংসদকে দেখতে যাওয়ার কারণে রাজ্যপালের দিল্লি সফরে বেশকিছুটা কাটছাঁট করা হয়েছে বলে রাজভবন সূত্রে খবর৷

ইতিমধ্যেই বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে অর্জুন সিংয়ের সঙ্গে দেখা করেন রাজ্যপাল৷ দু’জনের মধ্যে বেশ খানিকক্ষণ কথা হয় তাঁদের৷ সাংসদের শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন রাজ্যপাল৷ অর্জুনের সঙ্গে কথা বলে ফের রওনা দেন রাজ্যপাল৷

অন্যদিকে, বিজেপির ডাকা ১২ ঘণ্টা বারাকপুর লোকসভা বনধের জেরে বিপর্যস্ত জনজীবন৷ চলছে বনধের সমর্থনে পিকেটিং৷ বনধ রুখতে পাল্টা মিছিল তৃণমূলের৷ তৃণমূল-বিজেপির চাপানউতোর কার্যকত জেরবার সাধারণ জনজীবন৷

ইতিমধ্যেই বারাকপুর, ভাটপাড়া, শ্যামনগর, কাঁকিনাড়া প্রভৃতি এলাকায় কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে৷ মোড়ে মোড়ে চলছে পুলিশের টহলদারি৷ তবুও পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলছে বনধের সমর্থনে পিকেটিং৷ জোর করে দোকানপাট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে৷ একই সঙ্গে পাল্টা আসলে নেমেছে রাজ্যের শাসক দল৷ দোকাল খোলা রাখতে সাধারণ ব্যবসায়ীদের চাপ দেওয়া হচ্ছে বলে খবর৷ বন্ধ একাধিক কারখানা৷ অশান্তির আশঙ্কায় কাজে যোগ দেননি শ্রমিকরা৷ ইতিমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন করা রয়েছে৷

বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের উপর হামলার প্রতিবাদে আজ সোমবার বনধ ডাকেছে বিজেপি৷ চলছে ১২ ঘণ্টা বারাকপুর লোকসভা বনধ৷ বনধের আওতার বাইরে থাকছে জরুরি পরিষেবা৷ সোমবার সকাল ছ’টা থেকে চলছে বনধ৷ একই সঙ্গে বাংলাজুড়ে একাধিক কর্মসূচি নিয়েছে বিজেপি৷

অর্জুন সিংয়ের হামলার প্রতিবাদে আজ সোমবার গোটা রাজ্যজুড়ে এসপি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে৷ ফলে সোমবার বিজেপির এসপি অফিস ঘেরাও কর্মসূচিতে নতুন করে অশান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা পুলিশ মহলে৷ ইতিমধ্যেই সমস্ত এসপি অফিসে নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ এসপি অফিসের আগেই ব্যারিকেড করে বিজেপি কর্মীদের রুখতে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও পুলিশ সূত্রে খবর৷ রাজ্য বিজেপির অভিযোগ, দফায় দফায় যেভাবে রাজ্য বিজেপি সভাপতি থেকে শুরু করে সাংসদ, বিধায়করা যে ভাবে আক্রান্ত হচ্ছেন, তারই প্রতিবাদে এই কর্মসূচি বলে বিজেপি সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *