বারাকপুর-কাণ্ডে তৃণমূলের পাশে দাঁড়াল কংগ্রেস

কলকাতা: রাজ্যের শাসক দলকে নানান ইস্যুতে আক্রমণ শানালেও এবার বারাকপুর-কাণ্ডে রাজ্য সরকারের পাশেই দাঁড়াল কংগ্রেস৷ তৃণমূলের পাশে দাঁড়িয়ে বিজেপিকে বিঁধলেন রাজ্যে বিরোধী দলনেতা আব্দুল মান্নান৷ বিধানসভায় বারাকপুরকাণ্ডের প্রসঙ্গটি অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান৷ সেখানেই রাজ্য সরকারের পাশে দাঁড়িয়ে বিরোধী দলনেতা বলেন, রাজ্যের আইন-শৃঙ্খলা বিঘ্নিত করতে কেন্দ্রে শাসকদল চক্রান্ত করছে৷ রাজ্যের

73fc3fa9f682aefe1b76fb426b275a65

বারাকপুর-কাণ্ডে তৃণমূলের পাশে দাঁড়াল কংগ্রেস

কলকাতা: রাজ্যের শাসক দলকে নানান ইস্যুতে আক্রমণ শানালেও এবার বারাকপুর-কাণ্ডে রাজ্য সরকারের পাশেই দাঁড়াল কংগ্রেস৷ তৃণমূলের পাশে দাঁড়িয়ে বিজেপিকে বিঁধলেন রাজ্যে বিরোধী দলনেতা আব্দুল মান্নান৷

বিধানসভায় বারাকপুরকাণ্ডের প্রসঙ্গটি অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান৷ সেখানেই রাজ্য সরকারের পাশে দাঁড়িয়ে বিরোধী দলনেতা বলেন, রাজ্যের আইন-শৃঙ্খলা বিঘ্নিত করতে কেন্দ্রে শাসকদল চক্রান্ত করছে৷ রাজ্যের আইন-শৃঙ্খলা ক্রমাগত অবনতি ঘটছে৷ কেন্দ্রের শাসকদল গোটা বিষয়টি পরিচালনা করছে৷ ফলে রাজ্য সরকারের উচিত কড়া পদক্ষেপ নেওয়া৷ একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার পক্ষে সওয়াল করেন বিরোধী দলনেতা৷ মান্নানের জবাবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, পুলিশ তদন্ত করছে৷ এর বাইরে কিছু বলার নেই৷

যদিও বারাকপুর ও বনগাঁর বিধায়ক আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার সকালে অধিবেশন শুরুতেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়ক দুলাল বর৷ অধিবেশন শুরুর আগে বিজেপি বিধায়কের এহেন আচরণ দেখে ক্ষুব্ধ হন অধ্যক্ষ৷ দুলাল বরকে শান্ত হতে বললেও উল্টে অধ্যক্ষের সঙ্গে তর্ক জুড়ে দেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া এই নেতা৷ পরে তাঁকে একদিনের জন্য সাসপেন্ডের নির্দেশ দেন অধ্যক্ষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *