অর্জুন হামলার দায় ঘিরে বিস্ফোরক দিলীপ, তুঙ্গে চর্চা

কলকাতা: বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের উপর হামলার ঘটনায় এবার সরাসরি পুলিশকে দায়ী করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ বারাকপুরের পুলিশকর্তা অজয় ঠাকুরের নেতৃত্বে গোটা হামলাটি হয়েছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন বিজেপি সভাপতি৷ ওই পুলিশকর্তা শুধু সাংসদের গায়ে হাত দেননি, এমনকি সাংবাদিকেও মারধর করেছেন বলেও অভিযোগ তুলেছেন বিজেপি সভাপতি৷ অভিযোগ, একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমের সাংবাদিককে প্রকাশ্যে চড়

8d1529a6e565f1057593c668d592c26c

অর্জুন হামলার দায় ঘিরে বিস্ফোরক দিলীপ, তুঙ্গে চর্চা

কলকাতা: বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের উপর হামলার ঘটনায় এবার সরাসরি পুলিশকে দায়ী করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ বারাকপুরের পুলিশকর্তা অজয় ঠাকুরের নেতৃত্বে গোটা হামলাটি হয়েছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন বিজেপি সভাপতি৷ ওই পুলিশকর্তা শুধু সাংসদের গায়ে হাত দেননি, এমনকি সাংবাদিকেও মারধর করেছেন বলেও অভিযোগ তুলেছেন বিজেপি সভাপতি৷

অভিযোগ, একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমের সাংবাদিককে প্রকাশ্যে চড় মারেন ওই পুলিশকর্তা৷ এই ঘটনা গণতন্ত্রের পক্ষে লজ্জা বলে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ অজয় ঠাকুরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি৷ ওই পুলিশ কর্তার বিরুদ্ধে সুর চড়িয়ে বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য, এক সময়ে রাজীব কুমার ছিলেন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ৷ আর এখন তিনি সিবিআইয়ের হাত থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছেন৷ অজয় ঠাকুরকেও একদিন রাজীব কুমারের মতো পালিয়ে বেড়াতে হবে৷ সেদিন তিনি বুঝবেন কেমন লাগে৷

অন্যদিকে, বারাকপুরে অশান্তি ও পুলিশের ওপর হামলার ঘটনায় অর্জুন সিংয়কে দায়ী করেছেন এডিজি আইন-শৃঙ্খলা জ্ঞানবন্ত৷ নবান্নে দাঁড়িয়ে তিনি জানিয়েছেন, অর্জুন সিং ও তাঁর ছেলের নেতৃত্বে হামলা হয়েছে৷ অর্জুনকে কেউ মারেনি৷ তিনি রাস্তায় পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন৷ অর্জুনের বাড়ির ছাদ থেকেই প্রথমে বোমা ছোড়া হয়৷ অর্জুন সিংয়ের নেতৃত্বে পুলিশের উপর আক্রমণ হয়৷ অর্জুনের বাড়ির লাগোয়া এলাকা থেকে উদ্ধার হয়েছে ৩০০টি বোমা৷ পুলিশের বিরুদ্ধে অর্জুন ও তার ছেলের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *