নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি৷ হুমকি দিয়ে ইমেল পাঠানো হল এনআইএ-র মুম্বই শাখায়৷ এই ইমেল ঘিরে তোলপাড় দিল্লির দরবার৷ ইমেলে দাবি করা হয়েছে, হামলার জন্য প্রস্তুত রয়েছে ২০ স্লিপার সেল, ২০ কেজি আরডিএক্স৷ কোন আইডি থেকে ইমেল পাঠানো হয়েছে, তদন্ত শুরু করেছে এনআইএ৷
আরও পড়ুন- তেলের প্রস্তাবে রাজি হলে খারাপ হবে! ভারতকে ‘হুঁশিয়ারি’ ক্ষুব্ধ আমেরিকার
যে এই ইমেলটি পাঠিয়েছেন তিনি লিখেছেন, মোদী তাঁর জীবন নষ্ট করে দিয়েছেন৷ তিনি কোনও ভাবেই চান না, মোদী আর বেঁচে থাকুন৷ তাই প্রধানমন্ত্রীকে খুন করার ছক কষেছেন তিনি৷ এখানেই শেষ নয়, ওই ব্যক্তি আরও জানিয়েছেন, যে বা যারা প্রধানমন্ত্রীকে খুন করতে পারবে, সেরকম লোকও চেনা রয়েছে তাঁর৷ তাই, প্রধানমন্ত্রীকে খুন করা তাঁর কাছে কোনও বড় ব্যাপার নয়৷ তিনি জানিয়েছেন, ২৮ ফেব্রুয়ারি থেকেই স্লিপার সেলকে সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ এই মিশনের সঙ্গে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন যুক্ত রয়েছে বলেও দাবি তাঁর৷
এনআইএ জানিয়েছে, এই ইমেলটি একাধিক সংস্থার সঙ্গে শেয়ার করা হয়েছে৷ কোনও আইপি অ্যাড্রেস থেকে ইমেলি পাঠানো হয়েছে, তা খুঁজে বার করার চেষ্টা করছে সাইবার সিকিউরিটি এজেন্সি৷ উল্লেখ্য, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ হল ভারতের সন্ত্রাস বিরোধী টাস্কফোর্স৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>