নয়াদিল্লি: সদ্য সমাপ্ত মেয়েদের টি-২০ বিশ্বকাপে আরও একবার অজিদের দাপট দেখল দুনিয়া। ষষ্ঠবারের মতো টি-২০ বিশ্বকাপ জিতে রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। আর প্রতিটি ম্যাচে অনবদ্য পারফরম্যান্স করে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কার জিতে নিলেন অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার। বিশ্বকাপে অ্যাশলের এই সাফল্য ওমেন্স প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি গুজরাত জায়ান্টসের কর্তাদের মুখের হাসি যে আরও চওড়া করেছে, তা বলাই বাহুল্য। হবে নাই বা কেন? WPL-এর জন্য তাঁকে চড়া দামে কিনেছে যে গুজরাত জায়েন্টস৷ উদ্বোধনী ওমেন্স প্রিমিয়র লিগে গুজরাতের হয়ে মাঠে নামবেন গার্ডনার।
আরও পড়ুন- বেঞ্জিমা-এমবাপেকে হারিয়ে ফিফার বর্ষসেরা ফুটবলার মেসি
এদিকে, শুরুর আগেই জমে উঠেছে মহিলাদের আইপিএলের আসর। মেগা নিলামে ভারতীয় মহিলা ক্রিকেট টিমের অধিনায়ক হরমনপ্রীতকে পিছনে ফেলে সামনের সারিতে উঠে আসেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার অ্যাশলে গার্ডনার। স্মৃতি মান্ধানার পর সর্বোচ্চ দাম পান এই অজি ক্রিকেটার। ৩ কোটি ২০ লক্ষ টাকায় অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটারকে কেনেন গুজরাত জায়ান্টস৷
উদ্বোধনী ওমেন্স আইপিএলে গার্ডনারকে নিয়ে শুরু থেকেই চর্চা ছিল। যদিও আইপিএলের নিলামের শুরুতেই নজর কাড়েন স্মৃতি মান্ধানা। এরপরই প্রথম বিদেশী হিসাবে নিলামে সবচেয়ে বেশি দাম পান অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার। WPL-এর নিলামে অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটারকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে জোর টক্কর চলে। তবে শেষ হাসি হাসে গুজরাত জায়ান্টস। উল্লেখ্য, প্রথমবার আইপিএলের মঞ্চে পা রেখেই চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত।
অ্যাশলে গার্ডনার হলেন এ বারের WPL-এর সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার। স্মৃতি মান্ধানার পরেই মেয়েদের প্রিমিয়র লিগে সবচেয়ে বেশি দাম পেয়েছেন তিনি৷ টি-২০ বিশ্বকাপের মঞ্চ কাঁপিয়ে এ বার ভারতের বাইশ গজে গার্ডনারের দাপট দেখার অপেক্ষা। বলে রাখা ভাল, টি-২০-র আসরে সেমিফাইনাল ম্যাচে ভারতের স্বপ্নভঙ্গের পিছনে অন্যতম ভূমিকা ছিল এই অ্যাশলে গার্ডনারের।
১৮ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাটে ভর করে ভারতকে বড় লক্ষ্য দিয়ে বেঁধে দেয় অস্ট্রেলিয়া। এরপর বল হাতেও ম্যাজিক দেখান গার্ডনার। ৪ ওভার বল করে ৩৭ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন তিনি।
ভারতকে হারিয়ে সেমিফাইনালেও ম্যাচের সেরা হন গার্ডনার। প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার চলে আসে তাঁর ঝুলিতে। WPL-এর নিলামে তাঁর উপর নজর ছিল ফ্র্যাঞ্চাইজিদের৷ তাঁকে নিয়ে কেন হুড়োহুড়ি করেছিলেন ফ্ল্যাঞ্জাইজিরা, তা বিশ্বকাপের মঞ্চেই বুঝিয়ে দিয়েছেন ২৫ বছরের অলরাউন্ডার।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>