ফের কল্পতরু মুখ্যমন্ত্রী, মেট্রো বিপর্যয়ে বড় ঘোষণা মমতার

কলকাতা: বউবাজারে ক্ষতিগ্রস্ত পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাড়ির বদলে বাড়ি ও কাজের বদলে কাজ দেওয়ার প্রস্তাব মুখ্যমন্ত্রীর৷ কন্যাদায়গ্রস্ত পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতা করারও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ মেট্রো কর্তৃপক্ষ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে নবান্নে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের যথাযথভাবে পুনর্বাসন ও ক্ষতিপূরণের

ফের কল্পতরু মুখ্যমন্ত্রী, মেট্রো বিপর্যয়ে বড় ঘোষণা মমতার

কলকাতা: বউবাজারে ক্ষতিগ্রস্ত পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাড়ির বদলে বাড়ি ও কাজের বদলে কাজ দেওয়ার প্রস্তাব মুখ্যমন্ত্রীর৷ কন্যাদায়গ্রস্ত পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতা করারও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷

মেট্রো কর্তৃপক্ষ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে নবান্নে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের যথাযথভাবে পুনর্বাসন ও ক্ষতিপূরণের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে৷ এছাড়াও ঘরের বদলে ঘর নির্মাণ ও কাজের বদলে কাজ ও মাথা গোজার ব্যবস্থার দায়িত্ব মেট্রো রেলকে নিতে বলেছেন মুখ্যমন্ত্রীর৷ তবে, মুখ্যমন্ত্রীর দেওয়ার ক্ষতিপূরণের বিষয়টি রেল বোর্ড বিবেচনা করে স্থির করবে বলেও জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ৷ ক্ষতিপূরণের বিষয়টি চূড়ান্ত না হলেও বাড়ির বদলে বাড়ি ও কাজের বদলে কাজ দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানিয়ে মেট্রো রেল কর্তৃপক্ষ৷

আপাতত ক্ষতিগ্রস্ত পরিবারগুলির থাকার জন্য রেলের একটি আবাসনে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে৷ ইতিমধ্যেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ ওই কমিটি বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত দেবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *