বনগাঁ পুরসভার দখল নিল তৃণমূল, পাল্টা মামলা বিজেপির

কলকাতা: ফেল বনগাঁ পুরসভা দখলে নিল তৃণমূল৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে জেলা শাসকের দপ্তরে আস্থা ভোটে জয়ী তৃণমূল৷ নিয়ম মেনে আস্থা ভোট হয়নি, এই অভিযোগ তুলে ফের কলকাতা হাইকোর্টে মামলা দায়ের বিজেপির৷ আজ বনগাঁ পুরসভা অনাস্থা ভোটের অনিয়মের অভিযোগ তুলে মামলা দায়ের বিজেপি কাউন্সিলরদের৷ জেলা শাসকের দপ্তরে অনাস্থা ভোটকে চ্যালেঞ্জ জানিয়ে ফের মামলা দায়ের হয়েছে বলে

বনগাঁ পুরসভার দখল নিল তৃণমূল, পাল্টা মামলা বিজেপির

কলকাতা: ফেল বনগাঁ পুরসভা দখলে নিল তৃণমূল৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে জেলা শাসকের দপ্তরে আস্থা ভোটে জয়ী তৃণমূল৷ নিয়ম মেনে আস্থা ভোট হয়নি, এই অভিযোগ তুলে ফের কলকাতা হাইকোর্টে মামলা দায়ের বিজেপির৷

আজ বনগাঁ পুরসভা অনাস্থা ভোটের অনিয়মের অভিযোগ তুলে মামলা দায়ের বিজেপি কাউন্সিলরদের৷ জেলা শাসকের দপ্তরে অনাস্থা ভোটকে চ্যালেঞ্জ জানিয়ে ফের মামলা দায়ের হয়েছে বলে কলকাতা হাইকোর্ট সূত্রে খবর৷ ভোটে অনিয়মের অভিযোগ তুলে বিজেপি কাউন্সিলরদের মামলা দায়ের অনুমতি দিয়েছে হাইরকোর্ট৷ নতুন করে মামলা দায়ের হওয়ায় অনাস্থা ভোট ঘিরে জারি হয়েছে নয়া জটিলতা৷ আজ বারাসাতে জেলাশাসকের দপ্তরে অনাস্থা ভোট ডাকা হলেও সেখানে হাজির হয়নি বিজেপির ৭ কাউন্সিলর৷ আর সেই জেকে ১৪-০ ভোটে জয়ী তৃণমূল৷

গত ৮ আগস্ট দীর্ঘ টানাপোড়েনের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার কাউন্সিলর তৃণমূলে যোগদান করেন৷ তৃণমূলের চার কাউন্সিলর ঘরে ফিরে যাওয়া পুরসভা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নেয় তৃণমূল৷ আজ ১৪ জন কাউন্সিলকে নিয়ে জেলা শাসকের দপ্তরে হাজির হয় তৃণমূল৷ সেখানেই বিজেপির শূন্য অনাস্থা ভোটে ১৪-০ ভোটে জিতে যায় তৃণমূল৷

গত ১৬ জুলাই বনগাঁ পুরসভা অনাস্থা ভোট দিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়৷ সেই নিয়ে জারি হয় মামলা৷ এর পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে আজ জেলাশাসকের তত্ত্বাবধানে অনাস্থা ভোট করানো হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + sixteen =