ভোপাল: সাংবাদিকদের সঙ্গে অনেক সময়েই পুলিশের মতামত মেলে না। অনেক জায়গায় পুলিশের সঙ্গে তাদের বচসা হতেও দেখা গিয়েছে। এটাই হয়তো তাদের মধ্যে স্বাভাবিক আচরণ হয়ে দাঁড়ায়। কিন্তু মধ্যপ্রদেশে যে ঘটনা ঘটল তা অবাক করার মতো। সাংবাদিকদের বিবস্ত্র করে জেলে ঢোকাল পুলিশ। ঘটনার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। যা দেখার পর নিন্দার ঝড় বইছে।
মধ্যপ্রদেশের সিধি থানায় এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, স্থানীয় বিধায়কের ‘কুকীর্তি’র বিরুদ্ধে এক নাট্যকর্মী মুখ খুলেছিলেন এবং প্রতিবাদে সামিল হয়েছিল তারা। থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেখান থেকেই তাদের গ্রেফতার করে পুলিশ। প্রথম বেধরক লাঠিচার্জ করা হয় তাদের ওপর তারপর বিবস্ত্র করে জেলে বন্দি করা হয় সাংবাদিকদের। ৮-৯ জন ছিলেন থানাতে। বিধায়কের বিরুদ্ধে মুখ খোলায় নাট্যকর্মীকে জেলে ভরার প্রতিবাদ করায় তাদের সঙ্গে এই আচরণ করেছে পুলিশ।
আরও পড়ুন- ইডি-সিবিআই দিয়ে বাজারদর নিয়ন্ত্রণ করা হোক! দাবি মুখ্যমন্ত্রীর
দু’দিন আগেই এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। মারধর করে জেলে ভরার আগে তাদের জামা-কাপড় খুলে নেওয়া হয়েছিল। তারপর ছবি তোলা হয় সবার। সেই ছবিই দু’দিন পর ভাইরাল হয়ে গিয়েছে। তবে যে পুলিশ কর্মীরা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর মিলেছে।