নয়াদিল্লি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা বরাবরের৷ কোভিড-এর ধাক্কায় সেই জনপ্রিয়তায় অবশ্য কিছুটা ভাটা পড়েছিল৷ কিন্তু, করোনা পর্ব কাটিয়ে ২০২৩-এ ফিরল পুরনো ম্যাজিক৷ টেলিভিশনের পর্দায় নতুন করে জোয়ার আনল আইপিএল৷ শনিবার ডিজনি স্টারের তরফে জানানো হয়, গুজরাট টাইটানস এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে আইপিএল ২০২৩ এর উদ্বোধনী ম্যাচে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে দর্শক সংখ্যা৷ যা পিছনে ফেলেছে ২০২২-এর পরিসংখ্যানকে৷ সংস্থার মতে, আইপিএল-এর টিভি দর্শকসংখ্যা প্রাক-মহামারী স্তরে ফিরে এসেছে।
আরও পড়ুন- হঠাৎ নিজের শখের প্রায় সব গাড়ি বিক্রি করে দিলেন বিরাট কোহলি! কিন্তু কেন?
আইপিএলের সরকারি টিভি মিডিয়া রাইট হোল্ডার জানাচ্ছেন, গত সপ্তাহে উদ্বোধনী ম্যাচে ৭.২৯ এর টিভিআর (BARC ডেটা) অর্জন করেছে। স্টার স্পোর্টসে ২০২২ সালে উদ্বোধনী ম্যাচে TVR ছিল ৫.৬, যা গত ছয়টি সংস্করণের মধ্যে সর্বনিম্ন। এর জন্য দায়ী করা হয় প্রায় ২১ মাসের লকডাউন পরিস্থিতিকে৷ এলোমেলো হয়ে গিয়েছিল মানুষের সাধারণ জীবন৷ স্বাভাবিক জীবনে ফেরার পরেও ছিল একাধিক সমস্যা৷ ব্যাপকভাবে হ্রাস পেয়েছিল দর্শকের সংখ্যা৷ সেই তুলনায়, ২০২০ সালের উদ্বোধনী ম্যাচে TVR ছিল ১০.৩৬ এবং ২০২১ সালে ছিল ৮.২৫৷
ব্রডকাস্টার জানাচ্ছে, “চলতি বছর ৭.২৯ TVR ইঙ্গিত করে যে, আইপিএলের ক্লান্তি ফুরিয়েছে৷ ২০২৩-এ টিভি দর্শকের সংখ্যা পুরনো স্তরে ফিরেছে।’’ তিন বছর পর ষষ্ঠবারের মতো দর্শকরা ফের টিভি স্ক্রিনে ফিরে এসেছে৷, প্রায় ২১ মাসের লকডাউন পর্ব কাটিয়ে দেশ যখন স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসে, তখন নানা নেটিজেনদের সামনে নানা বিভ্রান্তি৷ সেই কারণে হ্রাস পেয়েছিল টিভি দর্শকের সংখ্যাও৷ সেই কারণেই উদ্বোধনী ম্যাচে ২০২০ সালে TVR ১০.৩৬ থেকে ২০২১-এ ৮.২৫ এবং ২০২২ সালে তা আরও কমে ৫.৬-এ দাঁড়ায়৷
ডিজনি স্টারের হেড-স্পোর্টস সঞ্জোগ গুপ্ত একটি বিবৃতিতে বলেন, “উদ্বোধনী ম্যাচে ব্যাপক দর্শক বৃদ্ধি আমাদের প্রচারের সাফল্যের প্রমাণ, স্টার স্পোর্টস সম্প্রচারের বৈশিষ্ট্য তৈরির উপর দৃষ্টি নিবদ্ধ করে, লিনিয়ার টেলিভিশনের ধারাবাহিক আধিপত্যকে পছন্দ করে। নিরবচ্ছিন্ন লাইভ ক্রিকেট দেখার প্ল্যাটফর্ম এবং সর্বোপরি, গভীর বন্ধন যা আমরা ক্রিকেট ভক্তদের সঙ্গে শেয়ার করি।’’
২০২০ এবং ২০২১, সর্বোচ্চ কোভিড-১৯ বর্ষ বাদ দিলে ২০২৩ সালে টিভিতে আইপিএল দেখার প্রতি দর্শকের গড় সময় দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৯-এ ৭৮ মিনিটের তুলনায় ২০২৩-এ দর্শক পিছু সময় ছিল ৭৬ মিনিট। ২০২০ এবং ২০২১ সালে, প্রতি দর্শকের গড় সময় ছিল যথাক্রমে ৮১ মিনিট এবং ৭৯ মিনিট।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>