বেঙ্গালুরু: বেঙ্গালুরুতে একের পর এক স্কুলে বোমাতঙ্ক৷ হুমকি চিঠি৷ শুক্রবার বেঙ্গালুরুর উপকণ্ঠে অবস্থিত দুটি আন্তর্জাতিক মানের স্কুল সহ মোট ৭টি স্কুলে বিস্ফোরণের হুমকি দিয়ে মেল পাঠানো হয়৷ তড়িঘড়ি পুলিশে খবর দেয় স্কুল কর্তৃপক্ষ৷ তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসে পুলিশ। পৌঁছয় বম্ব স্কোয়াডও। দ্রুত খালি করে দেওয়া হয় স্কুলপ্রাঙ্গণ। শুরু হয়েছে জোর তল্লাশি৷
আরও পড়ুন- বিভিন্ন রাজ্যের মানুষদের হিন্দিতেই কথা বলা উচিত! ‘শাহি’ মন্তব্যে ঝড়
বেঙ্গালুরুর পুলিশ কমিশনার কমল পান্থ বলেন,, হুমকি মেল পাওয়া প্রতিটি স্কুলে পুলিশ এবং বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যদের পাঠানো হয়েছে। তাঁরা তন্নতন্ন করে বোমার খোঁজ চালাচ্ছেন। পুলিশ সূত্রে খবর, বেলা ১১টা নাগাদ বেঙ্গালুরুর অন্তত সাতটি স্কুলে প্রায় একই সময়ে ইমেল পাঠানো হয়। তাতে শুধু লেখা ছিল – স্কুলে শক্তিশালী বোমা রাখা আছে। হুমকি মেল পেয়েই আতঙ্কিত হয়ে পড়েন স্কুল কর্তৃপক্ষ৷ ভয়ে কাঁটা পড়ুয়ারা৷ একেবারে হুড়োহুড়ি পড়ে যায়। খবর পেয়েই তড়িঘড়ি প্রতিটি স্কুলে পৌঁছয় পুলিশ। তড়িঘড়ি পড়ুয়া, শিক্ষক ও কর্মচারীদের স্কুল থেকে বার করে আনা হয়৷ গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ।
জানা গিয়েছে, স্কুলগুলির অফিশিয়াল ইমেল আইডিতে বোমার হুমকি দেওয়া হয়েছিল। খবর ছাড়াতেই স্কুলে ছুটে আসেন অভিভাবকরা। স্কুল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ তবে এখনও পর্যন্ত কোনও বোমা উদ্ধার হয়নি৷ কে বা কারা এই হুমকি মেল পাঠাল, তা তদন্ত করে দেখছে পুলিশ৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>