দোহা: কাঙ্ক্ষিত ৯০ মিটার দূরত্ব এখনও অতিক্রম করতে পারেননি। কিন্তু তাতে কী? দেশকে গর্বিত করার কাজ থামাচ্ছেন না নীরজ চোপড়া। টোকিয়ো অলিম্পিক্সে সোনা জয়ী ভারতীয় তারকা দোহা ডায়মন্ড লিগে আবার সোনা পেলেন। ৮৮.৬৭ মিটার জ্যাভলিন ছুড়ে সোনা জিতলেন তিনি। গত বছর প্রথম ভারতীয় হিসেবে এই মঞ্চে পদক জিতেছিলেন নীরজ। সেই ধারা এবারও বজায় রাখলেন।
শুক্রবার সুহেম বিন হামাদ স্টেডিয়ামে প্রথম বারেই নীরজ ৮৮.৬৭ মিটার জ্যাভলন ছোড়েন। তাতেই সোনা জয় হয়েছে তাঁর। তবে হিসেব করে দেখতে গেলে ৯০ মিটারের দূরত্ব ছাড়াও তিনি নিজের সেরা ৮৯.৯৪ মিটার দূরত্ব অতিক্রম করতে পারেননি। কিন্তু তাতেও হতাশ নন ভারতীয় তারকা। তাঁর কথায়, যে কোনও সাফল্য তাঁর আছে সবথেকে বড় পাওনা। তবে নিজের সেরা জায়গায় এখনও তিনি পৌঁছননি বলেই জানিয়েছেন। নীরজ বলছেন, নিজের সেরা ফর্ম এখনও দেননি, সেই লক্ষ্যপূরণে এগোচ্ছেন। উল্লেখ্য, এদিন মোট ৬ বার জ্যাভলিন ছুড়েছেন নীরজ। যথাক্রমে ৮৬.০৪ মিটার, ৮৫.৪৭ মিটার, ৮৪.৩৭ মিটার এবং ৮৬.৫২ মিটার জ্যাভলিন ছোড়েন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”জোড়া সোনা জয় বাংলার মেয়ের…! Nadia’s Rezoana wins gold medals in 5th Youth Asian Championship” width=”853″>
প্রসঙ্গত, এই নিয়ে ডায়মন্ড লিগের আসরে তিনবার জ্যাভলিন ছোড়ায় প্রথম পাঁচে জায়গা করে নিয়েছেন নীরজ চোপড়া। ২০২২ সালে লুজান এবং জুরিখ ডায়মন্ড লিগে নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন তিনি। জুরিখেই তিনি পদক যেতেন। এদিকে দোহা ডায়মন্ড লিগের সাফল্যে নীরজকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।