কলকাতা: সকলেই জানেন যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে ছবি তৈরি হতে চলেছে বলিউডে। কিন্তু কবে থেকে তার শুটিং শুরু হবে? কে অভিনয় করবেন সৌরভের চরিত্রে? সবকিছু নিয়ে আপাতত ধোঁয়াশা। কিন্তু মঙ্গলবার একটি খবরে সৌরভের অনুরাগীরা খুশি হচ্ছেন কারণ জানা গিয়েছে, বায়োপিকে কে অভিনয় করবেন তা প্রায় চূড়ান্ত। সম্প্রতি কলকাতায় এসে দুই প্রযোজক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখাও করে গিয়েছেন। সূত্রের খবর, সেই বৈঠকেই ‘সৌরভ’ কে হবেন পর্দায় তা ঠিক হয়েছে।
প্রথমে রণবীর কাপুরের নাম শোনা গিয়েছিল এই চরিত্রে। কিন্তু তা নিয়ে পোক্ত কিছু বেরিয়ে আসছিল না। কিন্তু এবার যা জানা গেল তা কার্যত নিশ্চিত বলেই বিবেচনা করা যায়। যদিও এখনও সরকারি ঘোষণার অনেক দেরী আছে, তাও বিষয়টি নিয়ে সকলেই উচ্ছ্বসিত হচ্ছেন। সূত্র মারফত জানা গিয়েছে, আয়ুষ্মান খুরানাকে দেখা যাবে দাদার চরিত্রে। একাধিক ছবিতে নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ করা আয়ুষ্মান নাকি নিজেও সবুজ সঙ্কেত দিয়েছেন এই বায়োপিকের জন্য। তবে এখনও বিষয়টি চূড়ান্ত হওয়া বাকি। এর পাশাপাশি জানা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের পরিচালনা করবেন দক্ষিণী তারকা রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যা রজনীকান্ত।
” style=”border: 0px; overflow: hidden”” title=”সেক্সি দেখানোর জন্য করেছিলেন প্লাস্টিক সার্জারি, চেহারার এমন হাল হয়েছে এই বলিউড অভিনেত্রীদের!” width=”789″>
আপাতত যে খবর উঠে আসছে তা হল, ঐশ্বর্যার সঙ্গে আয়ুষ্মানের কয়েক দফা কথা হয়েছে বিগত কয়েক মাস ধরেই। প্রয়োজকরাও তাঁকে নিয়ে সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছেন। এটাও খবর, সিনেমার শুটিং শুরু করার আগে বেশ কয়েক মাস ক্রিকেটের জন্য অনুশীলন করবেন অভিনেতা। তারও আগে সামনাসামনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ তো করবেনই।