ভারতে প্রথমবার ‘ডাঙ্কি পার্ক’!

ভারতে প্রথমবার ‘ডাঙ্কি পার্ক’!

6b85f65edc920222d5827e09683779ea

লাদাখ: আমরা অনেকেই কথায় কথায় ‘গাধা’ নিয়ে অনেক কথা বলে থাকি একে অপরকে। কিন্তু জানেন কি বর্তমান সময়ে দাঁড়িয়ে গাধারা এখন অবহেলিত। তাই তাঁদের সংরক্ষণ এবং দেখভালের জন্য খুব শীঘ্রই কাশ্মীরের লে-তে গড়ে উঠতে চলেছে ‘ডাঙ্কি পার্ক’। ভারতে প্রথম এই উদ্যোগ নিতে চলেছে দিল্লির একটি বেসরকারি সংস্থা। 

আরও পড়ুন- মিডিয়া ট্রায়ালে দেশের নাগরিকের মৌলিক অধিকার খর্ব হচ্ছে: হাইকোর্ট

বর্তমানে ভারতে গাধার সংখ্যা ১ লক্ষ ২০ হাজার। লাদাখে গাধার অবস্থা খুবই খারাপ। পরিবহন এবং অন্যান্য কাজে ব্যবহৃত হওয়ার পর মালিকপক্ষ পরিত্যাগ করেছে  তাঁদের, যার ফলে বেশির ভাগ সময় তাঁদের রাস্তায় দেখা যায়। সেই সকল দিক বিবেচনা করে এই পরিকল্পনা করা হয়েছে। এক্ষেত্রে  তাঁদের রক্ষণাবেক্ষণের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।  

এখানেই শেষ নয়, গাধার দুধের চাহিদা রয়েছে দেশজুড়ে। লিটার প্রতি ২ হাজার থেকে ৪ হাজার টাকা দাম গাধার দুধের। গত দুবছরে লকডাউনের সময় মহারাষ্ট্র ও গুজরাতে লিটারপিছু ৭ থেকে ৮ হাজার টাকা দরে বিক্রি হয়েছে গাধার দুধ। ওই সংস্থার কথা অনুযায়ী, গাধার দুধ প্রসাধনী পণ্য প্রস্তুতির অন্যতম কাঁচামাল। তাই এর চাহিদা বাড়ানোই মূল লক্ষ্য।