বিজেপিকে হারানোর ‘মন্ত্র’ জানেন কিশোর! ফের কংগ্রেস-বৈঠক হতে পারে

বিজেপিকে হারানোর ‘মন্ত্র’ জানেন কিশোর! ফের কংগ্রেস-বৈঠক হতে পারে

d491368890e4389ccd9f6d606388bd82

নয়াদিল্লি: একবার, দু’বার নয়, তিনবার কংগ্রেসের সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। দেশের রাজনৈতিক মহল এখন কার্যত নিশ্চিত হয়ে যাচ্ছে যে, আগামী কয়েকদিনের মধ্যেই ‘হাত’ শিবিরে যোগ দিতে চলেছেন তিনি। এই আবহেই আবার কংগ্রেসের সঙ্গে তাঁর এক দফা বৈঠক হবে বলে জল্পনা। সূত্রের খবর, আগামীকাল আবার দশ জনপথে যাচ্ছেন প্রশান্ত কিশোর। বৈঠক করবেন সোনিয়াদের সঙ্গে। বিজেপিকে হারানোর যে ‘মন্ত্র’ তাঁর কাছে আছে সেটা নিয়েই আলোচনা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- অপারেশন পরাক্রম থেকে রাষ্ট্রপুঞ্জের মিশন, নয়া সেনাপ্রধান মনোজ পাণ্ডের সেনা জীবন

‘পিকে’র ঘনিষ্ঠ মহলের দাবি, বিজেপিকে কী ভাবে হারাতে হবে তার জন্য একটি ৬০০ স্লাইডের প্রেজেন্টেশন তৈরি করেছেন তিনি। সেটাই আগামীকাল কংগ্রেসের সঙ্গে বৈঠক করে দেখাবেন কিশোর। যদিও সেই স্লাইডে আদতে কী আছে তা ‘পিকে’ ছাড়া কেউ জানেন না। অনুমান, ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখেই তিনি ওই স্লাইড সাজিয়েছেন এবং বিজেপিকে কী ভাবে পর্যুদস্ত করা যায় তার একটা ‘ব্লু-প্রিন্ট’ তৈরি করেছেন তিনি। ইতিমধ্যে যে খবর পাওয়া গিয়েছে তাতে, আগামী দিনে কংগ্রেসকে কী পন্থা নিয়ে লড়তে হবে তার একটা আভাস তিনি দিয়েছেন। সঙ্গে সঙ্গে কংগ্রেসের সংগঠন আরও মজবুত কী ভাবে করতে হবে সেই উপায়ও বাতলে দিয়েছেন তিনি। এখন এটাই দেখার যে, তাঁর পরামর্শ কংগ্রেস কতটা গ্রহণ করে এবং সেই মতো চলতে পারে।

এর আগে কিশোরের যে বৈঠক হয়েছিল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে সেখানে তিনি তাদের একাধিক পরামর্শ দেন। কংগ্রেস যাতে ৩৭০ আসনের ওপর ফোকাস করে, বা যে রাজ্যগুলিতে কংগ্রেস শক্তিশালী বা দ্বিতীয় স্থানে রয়েছে, সেখানে তাদের একাই ভোটে লড়া উচিত, এই সব পরামর্শ দেওয়া হয়েছিল। তবে একটা তাৎপর্যপূর্ণ বিষয় হল, কিছুদিন আগে প্রশান্ত কিশোর নিজে কংগ্রেস নেতৃত্বকে একহাত নিয়ে মন্তব্য করেছিলেন। কড়া ভাষায় কংগ্রেসের সমালোচনাও করতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু তার পরে আবার তাদের একসঙ্গে বৈঠক করার খবর রাজনৈতিক কৌতূহল বাড়াচ্ছে বৈ কমাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *