বান্ধবী জর্জিনার সঙ্গে রোনাল্ডোর চুক্তিতে বিচ্ছেদের গুঞ্জন! ২০ বছর পেরিয়েও স্ত্রী রিয়ানার প্রেমে মজে পন্টিং!

বান্ধবী জর্জিনার সঙ্গে রোনাল্ডোর চুক্তিতে বিচ্ছেদের গুঞ্জন! ২০ বছর পেরিয়েও স্ত্রী রিয়ানার প্রেমে মজে পন্টিং!

কলকাতা: পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে তাঁর সম্পর্ক বেশ পুরনো। সেই ২০১৬ সাল থেকে এক সঙ্গে রয়েছেন সিআর৭ এবং তাঁর বান্ধবী জর্জিনা রদ্রিগেজে৷ চার সন্তান রয়েছে তাঁদের৷ জুনিয়র রোনাল্ডো আগের পক্ষের সন্তান৷ একসঙ্গে পাঁচ সন্তানকে নিয়ে বেশ ভালোই ছিলেন তাঁরা৷ কিন্তু হঠাৎই কি হল? সম্পর্কে ছন্দপতন? বান্ধবী জর্জিনার সঙ্গে এমন এক চুক্তি করলেন পুর্তুগিজ ফুটবলার, যা উস্কে দিল বিচ্ছেদের গুঞ্জন৷ সেই চুক্তিতে বলা হয়েছে, বিচ্ছেদ হলেও রোনাল্ডোর বান্ধবী তাঁর সম্পত্তির নির্দিষ্ট অংশ পাবেন। 

বিশ্বের অন্যতম ধনী ফুটবলার রোনান্ডো৷ জগৎজোড়া পরিচিতি তাঁর৷ তবে তিনি শুধু ফুটবলের জন্যেই নয়, ব্যক্তিগত সম্পর্কের জন্যেও বারবার শিরোনাম কেড়েছেন৷ এখন প্রশ্ন হল, রোনাল্ডো ও তাঁর বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সম্পর্ক কি বিচ্ছেদের দোরগোড়ায়?

একটি দোকানে আলাপ হয়েছিল দু’জনের৷ বিয়ে না হলেও, গত সাত বছর ধরে একসঙ্গেই ঘর করছেন তাঁরা৷ সম্প্রতি রোনাল্ডো তাঁর ২৯ বছর বয়সি বান্ধবীর সঙ্গে এমন চুক্তি করেছেন, যা ভবিষ্যতে জর্জিনাকে আর্থিক ভাবে সাহায্য করবে। পর্তুগালের এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, তাঁদের মধ্যে এমন ভাবে চুক্তি হয়েছে যে, ভবিষ্যতে তাঁদের মধ্যে কোনও সম্পর্ক না থাকলেও আর্থিক সাহায্য পাবেন জর্জিনা। সেই সঙ্গে ছেলেমেয়েদের সঙ্গেও যোগাযোগ রাখতে পারবেন তিনি। রোনাল্ডো বাধা দিতে পারবে না৷ 

সমস্যা হল জর্জিনার অত্যন্ত খরচের হাত৷ যা নিয়ে সিআর৭-এর সঙ্গে তাঁর মতোবিরোধ রয়েছে৷ আবার পরিবার নিয়েও উদাসীন জর্জিনা৷ ওই পর্তুগিজ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চুক্তিতে বলা আছে জর্জিনা সারা জীবন প্রতি মাসে প্রায় ৯০ লক্ষ টাকা হাতখরচ পাবেন। রোনাল্ডোর সঙ্গে কোনও কারণে বিচ্ছেদ হলে সেই অর্থের পরিমাণ আরও বাড়বে। সেই সঙ্গে জর্জিনার ঝুলিতে চলে আসবে লা ফিঙ্কা বাড়িটি। এই বাড়িটিই নেটফ্লিক্সের ‘আই অ্যাম জর্জিনা’ অনুষ্ঠানে দেখানো হয়েছিল৷

ফুটবল তারকার বিচ্ছেদ নিয়ে যখন সরগরম নেটপাড়া, তখন আরও একবার আলোচনার কেন্দ্রে অজি তারকা ক্রিকেটার রিকি পন্টিং-এর প্রেম কাহিনি৷ রিকি শুধু অস্ট্রেলিয়ার ক্রিকেটে নয়, বিশ্বের সবচেয়ে সফল ক্যাপ্টেন। তিনি বিশ্বকাপজয়ী অধিনায়ক৷ বর্তমানে পন্টিং আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কোচ। ধারাভাষ্যও করে থাকেন। ক্রিকেট কেরিয়ারের মতো পন্টিংয়ের দাম্পত্যও বেশ সফল। তিন সন্তান ও স্ত্রী রিয়ানাকে নিয়ে সুখের সংসার বছর ৪৮-এর প্রাক্তন অজি অধিনায়কের।

পন্টিংয়ের স্ত্রীর নাম রিয়ানা জেনিফার। পন্টিং ও জেনিফারের প্রেম কাহিনি শুরু হয়েছিল ক্রিকেটকে কেন্দ্র করেই। ভাইয়ের সঙ্গে ম্যাচ দেখতে এসেছিলেন রিয়ানা। ইনিংসের বিরতিতে কোনওভাবে পন্টিং ও রিয়ানার সাক্ষাৎ হয়। ব্যায়! প্রথম দেখাতেই সুন্দরী রিয়ানাকে মন দিয়ে বসেন তারকা ক্রিকেটার। জেনিফার তখন কলেজ পড়ুয়া। তাঁর সৌন্দর্যে এতটাই মোহিত হয়েছিলেন পন্টিং যে, সোজা তাঁর কলেজে পৌঁছে যান৷ সেই থেকে শুরু৷ শক্ত ধাগায় বাঁধা পড়েছে তাঁদের জীবন৷ দেখতে দেখতে একসঙ্গে ২০টা বছর কাটিয়ে ফেলেছেন দু’জনে৷ সম্প্রতি একসঙ্গে পালন করলেন ২০তম বিবাহ বার্ষিকী৷ 

২০০২ সালে জেনিফারকে আই ডু বলেন অজি তারকা৷ তবে বিয়ের আগে থেকেই জাতীয় দলের সফরে পন্টিংয়ের সঙ্গী হতেন রিয়ানা। বিভিন্ন সময় পন্টিংয়ের মুখে শোনা গিয়েছে স্ত্রীর কথা৷ তাঁর সাফল্যের পিছনে রিয়ানার অবদানের কথাও জোরগলায় স্বীকার করেছেন পন্টিং৷ ২০০৮ সালে তাঁদের প্রথম সন্তান এমি শার্লটের জন্ম হয়৷ দ্বিতীয় কন্যা ম্যাটিস এলির জন্ম হয় ২০১১ সালে৷ ২০১৪ সালে তাঁদের কোলে আসে পুত্র সন্তান  ফ্লেচার উইলিয়ামস৷